পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদ, জমিতে পাম্পের বদলে পুরনো দিনের ডোংঙ্গা দিয়ে সেচ বিধায়কের

- আপডেট : ১৩ জুলাই ২০২১, মঙ্গলবার
- / 1
এস জে আব্বাস, শক্তিগড়: লাগামহীন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে দেশ জুড়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ। পেট্রোল, ডিজেল চালিত গাড়ি ছেড়ে কোথাও চলছে পায়ে হেঁটে, কোথাও সাইকেল চালিয়ে, কখনো বা গোরুর গাড়িতে চড়ে প্রতিবাদ। আবার কোথাও গ্যাস ছেড়ে কাঠকুটো দিয়ে রান্নার মাধ্যমে হচ্ছে প্রতিবাদ। কিন্তু এবার অভিনব প্রতিবাদে সামিল হলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। তিনি তার নিজের জমিতে পাম্পের বদলে পুরনো দিনের ডোংঙ্গা ব্যবহার করে সেচ দিলেন। প্রতিবাদের এই ছবি মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

বিধায়ক নিশীথ বাবু বলেন, ‘ আমি মূলত কৃষক পরিবারের সন্তান। ডিজেল চালিত পাম্প ব্যবহার করে জমিতে সেচ দেওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছেন, তাতে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের মতোই কৃষকরাও বিপাকে। তাই বাপ ঠাকুরদার আমলের ডোংঙ্গা ব্যবহার করে এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে জানাচ্ছি। এভাবে চলতে থাকলে চলতি মরসুমে কৃষকরা চরম সমস্যায় পড়বেন।’তিনি আরও বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রীয় সরকারকে পেট্রোপণ্যের মূল্য কমাবার জন্য চিঠি লিখলেও তার কোনও সুরাহা মেলেনি।