পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি সহ কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সাইকেল Rally মন্ত্রীর

- আপডেট : ১২ জুলাই ২০২১, সোমবার
- / 0
দেবশ্রী মজুমদার, ইলামবাজার: পেট্রোপণ্য, মূল্যবৃদ্ধি ও বাংলা ভাগের কেন্দ্রীয় চক্রান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে আগামিদিনে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন রাজ্যে্র ক্ষুদ্র মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। রবিবার দিনভর সর্বত্র পেট্রোপণ্য মূল্যবৃদ্ধি সামনে রেখে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে সোচ্চার হয় শাসকদল। এদিন ইলামবাজারে সাইকেল চালিয়ে বুকে পোস্টার ঝুলিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিবাদে শামিল হন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সাইকেল র্যালির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির তীব্র সমালোচনা করে চন্দ্রনাথ সিনহা বলেন, বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি। বিধানসভা নির্বাচনের সময় বিজেপি বাঙালিকে ভাগ করতে চেয়েছিল, কিন্তু সেই চক্রান্ত বাংলার মানুষ রুখে দিয়েছেন। এবার তারা বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে। আর যে সব বিজেপি সাংসদরা বাংলাকে ভাগ করার দাবি তুলছেন আজ তাদেরকেই কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে। আসলে বিজেপি বলে এক, আর করে আর এক, সেই কথাটা আবারও প্রমাণিত হচ্ছে।”
উল্লেখ্য, উত্তরবঙ্গের সাংসদ জন বার্লা সহ বিজেপির বেশ কিছু সাংসদ ইতিমধ্যেই উত্তরবঙ্গ ভাগ করার দাবি তুলেছেন। তাকে ইতিমধ্যেই মদত দিচ্ছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন। ফলে উত্তরবঙ্গ এখন বেশি উত্তেজনা প্রবণ এলাকা হয়ে উঠছে। যদিও এব্যাপারে সতর্ক রয়েছে প্রশাসন এবং রাজ্য সরকার। বিভাজনের আন্দোলনে জন বার্লা, নিশীথ প্রামাণিকের মতো উত্তরবঙ্গের সাংসদকে ক্ষমতা দিতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাদের স্থান দেওয়া হয়েছে। এছাড়াও আকাশছোঁয়া পেট্রোপণ্য মূল্যবৃদ্ধি নিয়ে রবিবার ইলামবাজারের বিক্ষোভ সমাবেশে অংশ নেন তিনি। এলাকায় সাইকেল চালিয়ে পেট্রোল, ডিজেল, কেরোসিন এবং রান্নার গ্যাসের দামের অস্বাভাবিক বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে মুখর হন তিনি।
রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, “পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির কারণে আজ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ। এরই প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।”আগামীদিনে আরও বড় আন্দোলন সংগঠিত হবে বলে ইঙ্গিত দেন তিনি।