১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কান্দাহারে খুন পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্ক: কান্দাহারে খুন হলেন পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি। সূত্রের খবর, আফগানিস্তানে দানিশ সিদ্দিকিকে গুলি করে খুন করা হয়। কান্দাহারের স্পিন বলডাক জেলায় সংঘর্ষ চলাকালীন মৃত্যু হল তাঁর। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রধান চিত্র সাংবাদিক ছিলেন তিনি। মুম্বইয়ের বাসিন্দা ছিলেন দানিশ। বয়স হয়েছিল ৪০ বছর। জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র সাংবাদিক হিসাবে কেরিয়ার শুরু করেন টেলিভিশনে। ২০১০ সালে রয়টার্সে চিত্র সাংবাদিক হিসেবে যোগ দেন। ২০১৮ সালে সহকর্মী আদনান আবিদির সঙ্গে ফিচার ফোটোগ্রাফিতে পুলিৎজার পুরস্কার পান দানিশ। ভারতের তিনিই প্রথম পুলিৎজার জয়ী চিত্রসাংবাদিক।

বৃহস্পতিবার রাতেই গুরুতর জখম হন দানিশ। আফগান সেনা শিবিরেই ছিলেন তিনি। জানা গেছে, আগগানি স্পেশাল ফোর্সের একটি অভিযান নিয়ে খবর সংগ্রহ করছিলেন্দ দানিশ। তালিবানরা কিভাবে সেনার ওপর হামলা চালাচ্ছে সেই সংক্রান্ত একটি তিনি সম্প্রতি ট্যুইট করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালেই পুলিৎজার পুরস্কার পান  জিতেছিলেন দানিশ সিদ্দিকি। মায়ানমারে রোহিঙ্গাদের নিপীড়নের ছবি তুলে এই পুরস্কার পেয়েছিল রয়টার্সের চিত্র সাংবাদিকের একটি দল। সেই দলেই ছিলেন তিনি।

দানিশের মৃত্যুতে শোকজ্ঞাপন করে রয়টার্স প্রেসিডেন্ট মাইকেল ফ্রিডেনবার্গ, এডিটর ইন চিফ আলেসান্দ্রা গ্যালনি জানিয়েছেন, অসামান্য প্রভিবান, দক্ষ সাংবাদিক ছিলেন দানিশ সিদ্দিকি। কাজের বাইরে তিনি ছিলেন একজন কর্তব্যপরায়ণ স্বামী, ও বাবা। সহকর্মীদের খুব প্রিয় ছিলেন দানিশ। আমরা সব সময় দানিশে পরিবারে সঙ্গে আছি। ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে চিত্র সাংবাদিকের মৃত্যুর বিষয়ে ট্যুইট করে শোকজ্ঞাপন করেছেন।   

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কান্দাহারে খুন পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি

আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কান্দাহারে খুন হলেন পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি। সূত্রের খবর, আফগানিস্তানে দানিশ সিদ্দিকিকে গুলি করে খুন করা হয়। কান্দাহারের স্পিন বলডাক জেলায় সংঘর্ষ চলাকালীন মৃত্যু হল তাঁর। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রধান চিত্র সাংবাদিক ছিলেন তিনি। মুম্বইয়ের বাসিন্দা ছিলেন দানিশ। বয়স হয়েছিল ৪০ বছর। জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র সাংবাদিক হিসাবে কেরিয়ার শুরু করেন টেলিভিশনে। ২০১০ সালে রয়টার্সে চিত্র সাংবাদিক হিসেবে যোগ দেন। ২০১৮ সালে সহকর্মী আদনান আবিদির সঙ্গে ফিচার ফোটোগ্রাফিতে পুলিৎজার পুরস্কার পান দানিশ। ভারতের তিনিই প্রথম পুলিৎজার জয়ী চিত্রসাংবাদিক।

বৃহস্পতিবার রাতেই গুরুতর জখম হন দানিশ। আফগান সেনা শিবিরেই ছিলেন তিনি। জানা গেছে, আগগানি স্পেশাল ফোর্সের একটি অভিযান নিয়ে খবর সংগ্রহ করছিলেন্দ দানিশ। তালিবানরা কিভাবে সেনার ওপর হামলা চালাচ্ছে সেই সংক্রান্ত একটি তিনি সম্প্রতি ট্যুইট করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালেই পুলিৎজার পুরস্কার পান  জিতেছিলেন দানিশ সিদ্দিকি। মায়ানমারে রোহিঙ্গাদের নিপীড়নের ছবি তুলে এই পুরস্কার পেয়েছিল রয়টার্সের চিত্র সাংবাদিকের একটি দল। সেই দলেই ছিলেন তিনি।

দানিশের মৃত্যুতে শোকজ্ঞাপন করে রয়টার্স প্রেসিডেন্ট মাইকেল ফ্রিডেনবার্গ, এডিটর ইন চিফ আলেসান্দ্রা গ্যালনি জানিয়েছেন, অসামান্য প্রভিবান, দক্ষ সাংবাদিক ছিলেন দানিশ সিদ্দিকি। কাজের বাইরে তিনি ছিলেন একজন কর্তব্যপরায়ণ স্বামী, ও বাবা। সহকর্মীদের খুব প্রিয় ছিলেন দানিশ। আমরা সব সময় দানিশে পরিবারে সঙ্গে আছি। ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে চিত্র সাংবাদিকের মৃত্যুর বিষয়ে ট্যুইট করে শোকজ্ঞাপন করেছেন।