১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পাঞ্জাবের গুরুদাসপুরে মেয়ের প্রেমিকের পরিবারের চার সদস্যকে খুন!

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ জুলাই ২০২১, রবিবার
  • / 0

রুবাইয়া জুঁই:  মেয়ের সম্পর্ককে মানতে পারেননি বাবা, তাই মেয়ের প্রেমিকের পরিবারের চার সদস্যকেই খুন করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের গুরুদাসপুর জেলায়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত বাটালার বালরওয়াল গ্রামের বাসিন্দা সুখজিন্দর সিংহ একই গ্রামের বাসিন্দা  জার্মানজিৎ সিংয়ের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্কের বিষয়টি জানতে পেরে রেগে যান। এরপর রবিবার সকালে অভিযুক্ত ব্যক্তি  জার্মানজিৎ সিংয়ের পরিবারের খামারে পৌঁছে জার্মাজিৎ এর বাবার সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় এবং সেখানেই তাঁকে হত্যা করে বলে অভিযোগ। ঘটনাটি জানার পরে, জার্মানজিৎ সিংয়ের দাদা মঙ্গল সিং, কাকু জসবীর সিং, কাকাতো ভাই ববানদীপ এবং অন্য এক আত্মীয় জশান সেখানে পৌঁছায়। সেসময় অভিযুক্ত তাদের উপরেও গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ আরও জানায়, এই ঘটনায় আহত জার্মানজিৎ সিং ও জশান বিপদমুক্ত রয়েছেন এবং অভিযুক্ত সুখজিন্দর সিংহ পলাতক। যদিও তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাটালার পুলিশ সুপার গুরপ্রীত সিং বলেছেন, এ ব্যাপারে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাঞ্জাবের গুরুদাসপুরে মেয়ের প্রেমিকের পরিবারের চার সদস্যকে খুন!

আপডেট : ৪ জুলাই ২০২১, রবিবার

রুবাইয়া জুঁই:  মেয়ের সম্পর্ককে মানতে পারেননি বাবা, তাই মেয়ের প্রেমিকের পরিবারের চার সদস্যকেই খুন করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের গুরুদাসপুর জেলায়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত বাটালার বালরওয়াল গ্রামের বাসিন্দা সুখজিন্দর সিংহ একই গ্রামের বাসিন্দা  জার্মানজিৎ সিংয়ের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্কের বিষয়টি জানতে পেরে রেগে যান। এরপর রবিবার সকালে অভিযুক্ত ব্যক্তি  জার্মানজিৎ সিংয়ের পরিবারের খামারে পৌঁছে জার্মাজিৎ এর বাবার সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় এবং সেখানেই তাঁকে হত্যা করে বলে অভিযোগ। ঘটনাটি জানার পরে, জার্মানজিৎ সিংয়ের দাদা মঙ্গল সিং, কাকু জসবীর সিং, কাকাতো ভাই ববানদীপ এবং অন্য এক আত্মীয় জশান সেখানে পৌঁছায়। সেসময় অভিযুক্ত তাদের উপরেও গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ আরও জানায়, এই ঘটনায় আহত জার্মানজিৎ সিং ও জশান বিপদমুক্ত রয়েছেন এবং অভিযুক্ত সুখজিন্দর সিংহ পলাতক। যদিও তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাটালার পুলিশ সুপার গুরপ্রীত সিং বলেছেন, এ ব্যাপারে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে।