বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, ১১টি জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা

- আপডেট : ২২ জুলাই ২০২১, বৃহস্পতিবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: মাঝেমধ্যেই হালকা থেকে ভারী বৃষ্টি ভোগাচ্ছে কলকাতা শহর ও তার আশেপাশের অঞ্চলগুলিকে। সেইসঙ্গে বজ্রগর্ভ মেঘের সঞ্চার, বর্ষণের প্রবলতাকে আরও অধিকতর করে তুলছে। ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ফলে আগামী ২৬ থেকে ২৮ জুলাই ফের ভিজবে তিলোত্তমা। ইতিমধ্যেই ১১টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উপকূলবর্তী জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ ইতিমধ্যেই জোরালো হতে শুরু করেছে। তার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভবনা তৈরি হয়েছে। আজ থেকে বাংলার উত্তরের এবং দক্ষিণের জেলাগুলোতে বাড়তে বৃষ্টিপাতের পরিমাণ। শুক্রবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি।
বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গেও মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রগর্ভ মেঘের সঞ্চার করে বৃষ্টি নামতে পারে।
ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের ২৩ জুলাই ও বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উপর ২৬ জুলাইও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাব পড়তে পারে দুই বঙ্গে।