বজ্রাঘাতে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা রাজস্থানের মুখ্যমন্ত্রীর

- আপডেট : ১২ জুলাই ২০২১, সোমবার
- / 1
পুবের কলম, ওয়েব ডেস্ক: রাজস্থান ও মধ্যপ্রদেশে বজ্রাঘাতে প্রাণহানি হয়েছে মোট ২৭ জনের। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
দিনকয়েক ধরেই রাজস্থানে প্রায় বৃষ্টি লেগে রয়েছে। রবিবার রাজস্থানের জয়পুরের আমের ওয়াচ টাওয়ার গিয়েছিলেন বেশ কয়েকজন। সেইমুহূর্তে ৪০ মিনিটের মধ্যে প্রবল শব্দে দু’টি বজ্রপাত হয়। ওয়াচ টাওয়ারে থাকা ১১ জনের মৃত্যু হয়। এছাড়াও কোটা এলাকায় ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। তাতেই ঢোলপুরের বাদিতে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছে তিনজন । জখম হয়েছে অন্তত ১৭ জন । তারা সকলেই জয়পুরের হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট , উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলট এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। নিহতদের পরিবার পিছু মোট ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। রাজস্থানের পাশাপাশি মধ্যপ্রদেশেও বজ্রাঘাতে প্রাণহানি হয়েছে ৭ জনের।
রাজস্থানে নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।