১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কাবার ইমামের বিরল সম্মাননা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ জুলাই ২০২১, শুক্রবার
  • / 0

পুবের কলম, ওয়বডেস্কঃ মক্কার পবিত্র মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব শায়খ বান্দার বিন বালিলাহর জীবনে চলতি বছরটি অবিস্মরণীয় হয়ে থাকবে। করোনাকালে মাত্র পাঁচ দিনের ব্যবধানে তিনি ইসলামের গুরুত্বপূর্ণ তিনটি খুতবা প্রদান করেছেন। এবারের অনুষ্ঠিত হজে আরাফা প্রাঙ্গণে খুতবা দেন। পরদিন তিনি কাবা প্রাঙ্গণে ঈদুল আজহার নামায পড়ান এবং খুতবা প্রদান করেন। আজ শুক্রবার ফের তিনি জুমার খুতবা দেন।

মাত্র পাঁচদিনে ইসলামের গুরুত্বপূর্ণ তিনটি খুতবা প্রদানের এমন বিরল সম্মাননা খুব সম্প্রতি সৌদির ইতিহাসে ঘটেনি। সাধরণত সৌদির শীর্ষস্থানীয় কোনও আলেম আরাফার খুতবা প্রদান করে থাকেন। এরপর ঈদের জামাত ও জুমার নামাজ মসজিদুল হারামের নির্ধারিত খতিব পড়িয়ে থাকেন।

কিন্তু এবার শায়খ বালাল একাই মাত্র পাঁচদিনের মধ্যে এই দায়িত্ব পালন করেছেন। গত ১৯ জুলাই আরাফার ময়দানে হজের খুতবা প্রদান করেছেন, পরদিন ২০ জুলাই তিনি মসজিদুল হারামে ঈদুল আযহার নামায পড়ান। আজ শুক্রবার ফের তিনি জুমার খুতবা দেন।

শায়খ ডঃ বান্দার বিন বালিলাহ তায়েফ বিশ্ববিদ্যালয়ে ইসলামি শরিয়াহ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাবার ইমামের বিরল সম্মাননা

আপডেট : ২৩ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়বডেস্কঃ মক্কার পবিত্র মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব শায়খ বান্দার বিন বালিলাহর জীবনে চলতি বছরটি অবিস্মরণীয় হয়ে থাকবে। করোনাকালে মাত্র পাঁচ দিনের ব্যবধানে তিনি ইসলামের গুরুত্বপূর্ণ তিনটি খুতবা প্রদান করেছেন। এবারের অনুষ্ঠিত হজে আরাফা প্রাঙ্গণে খুতবা দেন। পরদিন তিনি কাবা প্রাঙ্গণে ঈদুল আজহার নামায পড়ান এবং খুতবা প্রদান করেন। আজ শুক্রবার ফের তিনি জুমার খুতবা দেন।

মাত্র পাঁচদিনে ইসলামের গুরুত্বপূর্ণ তিনটি খুতবা প্রদানের এমন বিরল সম্মাননা খুব সম্প্রতি সৌদির ইতিহাসে ঘটেনি। সাধরণত সৌদির শীর্ষস্থানীয় কোনও আলেম আরাফার খুতবা প্রদান করে থাকেন। এরপর ঈদের জামাত ও জুমার নামাজ মসজিদুল হারামের নির্ধারিত খতিব পড়িয়ে থাকেন।

কিন্তু এবার শায়খ বালাল একাই মাত্র পাঁচদিনের মধ্যে এই দায়িত্ব পালন করেছেন। গত ১৯ জুলাই আরাফার ময়দানে হজের খুতবা প্রদান করেছেন, পরদিন ২০ জুলাই তিনি মসজিদুল হারামে ঈদুল আযহার নামায পড়ান। আজ শুক্রবার ফের তিনি জুমার খুতবা দেন।

শায়খ ডঃ বান্দার বিন বালিলাহ তায়েফ বিশ্ববিদ্যালয়ে ইসলামি শরিয়াহ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।