বিরল প্রজাতির পাখি উদ্ধার, গ্রেফতার বাবা-ছেলে

- আপডেট : ৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার
- / 1
ইনামুল হক, বসিরহাটঃ দুই পাখি পাচারকারির কাছ থেকে বিরল প্রজাতির পাখি উদ্ধার হয়েছে। বসিরহাট মহকুমার লেবুতলার ভবানীপুর গ্রামের ঘটনা। বুধবার বাংলাদেশ থেকে কলকাতায় পাচার করার সময় হাতেনাতে গ্রেফতার দুই পাচারকারি সম্পর্কে বাবা ও ছেলে। বাবা শ্যামল অধিকারী, ছেলে সুব্রত অধিকারী। বনদফতর সূত্রে জানা গেছে বাংলাদেশ থেকে কলকাতায় পাচার করছিল এই পাখিটি। সেসময় হাড়োয়া থানার লেবুতলার ভবানীপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বনদফতরের কর্মীরা তাদের আটক করে। তাদের সঙ্গে থাকা আর একজন পালিয়ে যায় এবং এদের কাছ থেকে এই পাখিটি উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। বনদফতর সূত্রে জানা গেছে পাখিটির নাম হল হর্নবিল। এটা খুব সুন্দর দেখতে হয়, এই প্রজাতির পাখি দেখা যায় বেশিরভাগ চিনে। নানা ধরনের হয়। এছাড়া এশিয়া আফ্রিকা ও মালয়েশিয়াতে এই প্রজাতির বিভিন্ন রঙের পাখি দেখা যায়। এর ওজন ১ থেকে ৪ কেজি হয় সর্বোচ্চ। ২ ফুট থেকে ৪ ফুট পর্যন্ত লম্বা হয়। ভারতের এই প্রজাতির পাখি হিমালয় ও পশ্চিম ভারতে দেখা যায়। ভারতের এই পাখির নাম ধনেশ। বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। দীর্ঘদিন ধরে বাবা ও ছেলের পাচারের সঙ্গে যুক্ত। পাখি ছাড়াও উদ্ধার হয়েছে একটি বাইক। এর সঙ্গে আন্তর্জাতিক পাখি পাচারের যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে বনদফতর। বাবা ও ছেলেকে আটক করতে গেলে বনদফতরের কর্মীদের ওপর দুই পাচারকারী আক্রমণ করে। বনদফতরের কয়েকজন কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বুধবার বসিরহাট মহাকুমা আদালতে পাঠানো হয় আন্তর্জাতিক দুই পাখি পাচারকারীকে।