১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রেড রোডে বাস দুর্ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার ঘাতক বাসের চালক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ জুলাই ২০২১, রবিবার
  • / 2

পুবের কলম, ওয়েবডেস্ক:  রেড রোড দুর্ঘটনায় চালকের বিরুদ্ধে খুনের অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হল। কামারহাটি থেকে রবিবার ওই ঘাতক মিনিবাসের চালককে গ্রেফতার করা হয়। ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রাথমিক তদন্তে জানা গেছে ঘাতক বাসের নামে থানায় ৮০টি মামলা রয়েছে থানায়। এছাড়া বেপরোয়া গাড়ি চালানোর জন্য ১০টি মামলা রয়েছে। দুর্ঘটনার দিন বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিল চালক। একাধিকবার যাত্রীরা তাকে সতর্ক করেছিলেন। কোনও কথাতেই কান দেয়নি সে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় কোনও ব্রেক ব্যবহার করেনি চালক। তার কাছে ছিল না কোনও ড্রাইভিং লাইসেন্স। পুলিশের বাইকের ধাক্কা মেরে মিনিবাসটি রেড রোড সংলগ্ন পাঁচিলে উঠে যায়।

প্রসঙ্গত, গত ১ জুলাই লকডাউন শিথিল হতেই কলকাতার রাজপথে দুর্ঘটনা ঘটে। ঘাতক মিনিবাসটি পিষে দেয় এক পুলিশকর্মীকে। মৃতের নাম বিবেকানন্দ দাস। তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কর্মী ছিলেন।

বাসের আরও ১৭ জন যাত্রী আহন হন। বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় মিনিবাসটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায় কলকাতা পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ দল। ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার সৌমেন মিত্র।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেড রোডে বাস দুর্ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার ঘাতক বাসের চালক

আপডেট : ৪ জুলাই ২০২১, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  রেড রোড দুর্ঘটনায় চালকের বিরুদ্ধে খুনের অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হল। কামারহাটি থেকে রবিবার ওই ঘাতক মিনিবাসের চালককে গ্রেফতার করা হয়। ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রাথমিক তদন্তে জানা গেছে ঘাতক বাসের নামে থানায় ৮০টি মামলা রয়েছে থানায়। এছাড়া বেপরোয়া গাড়ি চালানোর জন্য ১০টি মামলা রয়েছে। দুর্ঘটনার দিন বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিল চালক। একাধিকবার যাত্রীরা তাকে সতর্ক করেছিলেন। কোনও কথাতেই কান দেয়নি সে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় কোনও ব্রেক ব্যবহার করেনি চালক। তার কাছে ছিল না কোনও ড্রাইভিং লাইসেন্স। পুলিশের বাইকের ধাক্কা মেরে মিনিবাসটি রেড রোড সংলগ্ন পাঁচিলে উঠে যায়।

প্রসঙ্গত, গত ১ জুলাই লকডাউন শিথিল হতেই কলকাতার রাজপথে দুর্ঘটনা ঘটে। ঘাতক মিনিবাসটি পিষে দেয় এক পুলিশকর্মীকে। মৃতের নাম বিবেকানন্দ দাস। তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কর্মী ছিলেন।

বাসের আরও ১৭ জন যাত্রী আহন হন। বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় মিনিবাসটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায় কলকাতা পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ দল। ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার সৌমেন মিত্র।