১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র আন্দোলনের জের বিশ্বভারতীতে পিএইচডি কোর্স ফী হ্রাস পেল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ জুলাই ২০২১, শনিবার
  • / 0

ছবি তথাগত চক্রবর্তী

দেবশ্রী মজুমদার,বোলপুর ছাত্র আন্দোলনের জেরে  ফী বৃদ্ধি হার কমলো।৩০ জুন কেন্দ্রীয় কার্যালয়ের “বলাকা ” গেটের সামনে বিক্ষোভ কর্মসূচী নেয় বামপন্থী ছাত্র সংগঠন।  ১  জুলাই বিশ্বভারতীর কর্তৃপক্ষ তরফে নোটিশ জারি করে পিএইচডি কোর্স ফী ১৪০০ থেকে কমিয়ে ১১০০ টাকা করেছে।  বিশ্বভারতীর এসএফআই ছাত্র নেতৃত্বের দীর্ঘদিনের দাবি,শিক্ষাকে পণ্যরুপে ব্যবহার করতে দেবেনা। শিক্ষা সকলের জন্মগত অধিকার এবং বিনামূল্যে শিক্ষা দেওয়া রাষ্ট্রের কর্তব্য।

তবে আমাদের ছাত্র সংগঠন এতে তেমন খুশী না। এমফিল, প্রথম থেকে তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য পরীক্ষা ও ফলপ্রকাশ সংক্রান্ত  ফী  বৃদ্ধি এখনো বহাল  আছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছাত্র আন্দোলনের জের বিশ্বভারতীতে পিএইচডি কোর্স ফী হ্রাস পেল

আপডেট : ৩ জুলাই ২০২১, শনিবার

দেবশ্রী মজুমদার,বোলপুর ছাত্র আন্দোলনের জেরে  ফী বৃদ্ধি হার কমলো।৩০ জুন কেন্দ্রীয় কার্যালয়ের “বলাকা ” গেটের সামনে বিক্ষোভ কর্মসূচী নেয় বামপন্থী ছাত্র সংগঠন।  ১  জুলাই বিশ্বভারতীর কর্তৃপক্ষ তরফে নোটিশ জারি করে পিএইচডি কোর্স ফী ১৪০০ থেকে কমিয়ে ১১০০ টাকা করেছে।  বিশ্বভারতীর এসএফআই ছাত্র নেতৃত্বের দীর্ঘদিনের দাবি,শিক্ষাকে পণ্যরুপে ব্যবহার করতে দেবেনা। শিক্ষা সকলের জন্মগত অধিকার এবং বিনামূল্যে শিক্ষা দেওয়া রাষ্ট্রের কর্তব্য।

তবে আমাদের ছাত্র সংগঠন এতে তেমন খুশী না। এমফিল, প্রথম থেকে তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য পরীক্ষা ও ফলপ্রকাশ সংক্রান্ত  ফী  বৃদ্ধি এখনো বহাল  আছে।