ইমরান খানকে মুক্তি দেওয়া হোক: মার্কিন কংগ্রেসম্যান
- আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
- / 0
পাকিস্তানি সেনা-কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা চায় আমেরিকা
ওয়াশিংটন: দেড় বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। এবার তাঁর মুক্তির সপক্ষে সোচ্চার হলেন মার্কিন কংগ্রেসম্যান জো উইলসন ও তাঁর সহযোগী কংগ্রেসম্যান অগাস্ট ফ্লুগার।
গত ২৫ ফেব্রুয়ারি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে একটি চিঠি লিখেছেন উইলসন ও ফ্লুগার। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিশ্চিত করার জন্য পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তাঁরা। চিঠিতে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই বিচার বিভাগের নির্যাতনের শিকার হয়েছেন ইমরান খান। তাঁকে ভুয়ো অভিযোগে কারাবন্দি করা হয়েছে।
এই প্রথম নয়, এর আগেও ইমরান খানকে মুক্তি দিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরের কাছে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন। তিনি এক্সে গত ৭ ফেব্রুয়ারি এক চিঠি প্রকাশের মাধ্যমে পাকিস্তানের বেসামরিক ও সামরিক বাহিনীর কাছে এই আহ্বান জানিয়েছেন। উইলসন নিজে সাউথ ক্যারোলাইনার সেকেন্ড কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেন। সংখ্যাগরিষ্ঠ দলের সহকারী হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেন।
কিন্তু পাকিস্তানের পক্ষ থেকেও কোনও উত্তর না পাওয়ায় ‘পাকিস্তান গণতন্ত্র আইন’-এর প্রস্তাব দেন উইলসন। গত ১৩ ফেব্রুয়ারি প্রথম এই বিল পেশ করার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছিলেন, এই বিলের মাধ্যমে ইমরান খানের কারাদণ্ডের জন্য দায়ী পাকিস্তানের সামরিক সরকারের সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার চেষ্টা করা হবে। তিনি জানিয়েছেন, এই বিলের মাধ্যমে পাকিস্তানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমেরিকার একটি নীতি প্রতিষ্ঠা করা হবে। পাকিস্তানের কোন কোন শীর্ষস্থানীয় কর্তাদের উপর কী কী নিষেধাজ্ঞা জারি করা হবে, তা ৩০ দিনের মধ্যে নির্ধারণ করা হবে। যে সকল বিদেশি ব্যক্তি পাকিস্তানে রাজনৈতিক বিরোধীদের অন্যায়ভাবে নির্যাতন করা এবং কারাদণ্ডের সঙ্গে জেনেশুনে জড়িত, তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হবে।