কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল , নতুন মুখ কারা ?
- আপডেট : ৭ জুলাই ২০২১, বুধবার
- / 0
পুবের কলম ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে। আর তা নিয়ে জাতীয় রাজনীতির অলিন্দে জোর চর্চা শুরু হয়েছে। কারণ, এই রদবদল করে চমকে দিতে চাইছে নরেন্দ্র মোদির সরকার। এই সপ্তাহেই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই আবহে এদিন নিজের বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, নির্মলা সীতারমন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং আরও বেশ কয়েকজন মন্ত্রীর উপস্থিত থাকবেন। ১৮ জন নতুন মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগ করা হতে পারে। এর আগে সোমবারই অমিত শাহ এবং দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি।এরপরই মন্ত্রিসভা সম্প্রসারণের জল্পনা আরও বাড়ে। সব ঠিক থাকলে আজ সন্ধ্যা ছ’টা নাগাদ রাষ্ট্রপতি ভবনের অশোক হলে মোদি সরকারের নতুন মন্ত্রীরা শপথ নিতে পারেন । সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভায় বর্তমানে ২৯ টি পদ ফাঁকা রয়েছে । যার মধ্যে ১৭ থেকে ২২ জন নতুন মুখ এবারে সামনে আসতে পারেন। যার মধ্যে পূর্ণমন্ত্রীর পদ পেতে পারেন ৬ জন । বাংলা থেকে দুই থেকে তিনজনকে রাষ্ট্রমন্ত্রী করা হতে পারে।