২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের অনমনীয় মনোভাবের কাছে নতিস্বীকার, ভাড়া বাড়াচ্ছে না বাস মালিক সংগঠনগুলি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার
  • / 1

পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরনো  ভাড়াতেই  চলবে বাস। সরকারের অনমনীয়  মনোভাবের কাছে  অবশেষে নতিস্বীকার বাস মালিক সংগঠনের। মিনিবাস সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে  আরও ৫০০ বাস রাস্তায় নামবে। এর আগেই ৫০০ বাস রাস্তায় নেমেছিল,  আরও ৫০০ নামাতে মোট  মিনিবাসের  সংখ্যা  দাঁড়াল ১০০০। বাস ভাড়া  অপরিবর্তিত থাকলেও একমাত্র  জয়েন্ট কাউন্সিল  অফ বাস সিন্ডিকেট ছাড়া সব বাস মালিক সংগঠনগুলিই তাদের বাসের সংখ্যা  বাড়িয়েছে।

গত ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। মালিকদের দাবি জ্বালানি ও অন্যান্য জিনিসের দাম যে হারে বেড়েছে তাতে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। যে কদিন বাস রাস্তায় নেমেছে প্রত্যেকদিন লোকসান হয়েছে বলে দাবি তাঁদের। এরই মধ্যে সরকারি ভর্তুকির আশায় রাস্তায় বাস বৃদ্ধির সিদ্ধান্ত নিল একাধিক মালিক সংগঠন।

গত সোমবার পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে  বাস মালিক সংগঠনের বৈঠক ব্যর্থ হয়। সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় কোনভাবেই বাড়ানো হবেনা ভাড়া। গতকাল অনুদান চেয়ে  পোস্টারও দেন বাস মালিকরা। অবশেষে গলল বরফ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সরকারের অনমনীয় মনোভাবের কাছে নতিস্বীকার, ভাড়া বাড়াচ্ছে না বাস মালিক সংগঠনগুলি

আপডেট : ৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরনো  ভাড়াতেই  চলবে বাস। সরকারের অনমনীয়  মনোভাবের কাছে  অবশেষে নতিস্বীকার বাস মালিক সংগঠনের। মিনিবাস সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে  আরও ৫০০ বাস রাস্তায় নামবে। এর আগেই ৫০০ বাস রাস্তায় নেমেছিল,  আরও ৫০০ নামাতে মোট  মিনিবাসের  সংখ্যা  দাঁড়াল ১০০০। বাস ভাড়া  অপরিবর্তিত থাকলেও একমাত্র  জয়েন্ট কাউন্সিল  অফ বাস সিন্ডিকেট ছাড়া সব বাস মালিক সংগঠনগুলিই তাদের বাসের সংখ্যা  বাড়িয়েছে।

গত ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। মালিকদের দাবি জ্বালানি ও অন্যান্য জিনিসের দাম যে হারে বেড়েছে তাতে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। যে কদিন বাস রাস্তায় নেমেছে প্রত্যেকদিন লোকসান হয়েছে বলে দাবি তাঁদের। এরই মধ্যে সরকারি ভর্তুকির আশায় রাস্তায় বাস বৃদ্ধির সিদ্ধান্ত নিল একাধিক মালিক সংগঠন।

গত সোমবার পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে  বাস মালিক সংগঠনের বৈঠক ব্যর্থ হয়। সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় কোনভাবেই বাড়ানো হবেনা ভাড়া। গতকাল অনুদান চেয়ে  পোস্টারও দেন বাস মালিকরা। অবশেষে গলল বরফ।