১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মুর্শিদাবাদের শ্রমিক পরিবারের কন্যা রোকশতের তাক লাগানো ফল কেরলের সেকেন্ডারি পরীক্ষায়

Sumana Puber Kalom
  • আপডেট : ১৮ জুলাই ২০২১, রবিবার
  • / 0

পুবের কলম ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামের একটি শ্রমিক পরিবার। রুটি-রুজির  টানে তাদের  চলে যেতে  হয় কেরলে। সঙ্গে  করে নিয়ে যেতে হয় পরিবারের  ছোট্ট মেয়ে  রোকশতকে। ক্রমে স্কুলে ভর্তির সময়  হলে পরিবারের ক্ষমতা  ছিলনা মেয়েটিকে নামী ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর।  স্থানীয়  মালায়লাম  ভাষাতেই  শুরু হয়ে  শিক্ষা।

সেই  ছোট্ট  কন্যা আজ চমকে দিয়েছে সবাইকে।বাংলা ভাষা ততটা আয়ত্তে করারর আগেই কেরলে পাড়ি দেওয়ায় বাংলা চর্চা  সেভাবে হয়ে ওঠেনি। অজ্ঞাত মালয়লাম ভাষার স্কুলেই তাকে ভর্তি হতে হয় পড়াশুনার জন্য। আস্তে আস্তে সড়গড় হয়ে ওঠে রোকশত। অবশেষে ভাষার গণ্ডি অতিক্রম করে এবছর কেরলের এসএসএলসি বা সেকেন্ডারি স্তুরের পরী ক্ষায় সব বিষয়ে ‘এ + গ্রেড অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে মুর্শিদাবাদের মেয়ে রোকশত খাতুন। কেরলে এ বছর এসএসএলসি পরীক্ষায় অংশ নেয়া প্রায় ৩০ শতাংশ পরীক্ষার্থী এ + গ্রেড অর্জন করেছে। তবে তার মধ্যেই  ব্যতিক্রম রোকশত।

Tag :

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুর্শিদাবাদের শ্রমিক পরিবারের কন্যা রোকশতের তাক লাগানো ফল কেরলের সেকেন্ডারি পরীক্ষায়

আপডেট : ১৮ জুলাই ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামের একটি শ্রমিক পরিবার। রুটি-রুজির  টানে তাদের  চলে যেতে  হয় কেরলে। সঙ্গে  করে নিয়ে যেতে হয় পরিবারের  ছোট্ট মেয়ে  রোকশতকে। ক্রমে স্কুলে ভর্তির সময়  হলে পরিবারের ক্ষমতা  ছিলনা মেয়েটিকে নামী ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর।  স্থানীয়  মালায়লাম  ভাষাতেই  শুরু হয়ে  শিক্ষা।

সেই  ছোট্ট  কন্যা আজ চমকে দিয়েছে সবাইকে।বাংলা ভাষা ততটা আয়ত্তে করারর আগেই কেরলে পাড়ি দেওয়ায় বাংলা চর্চা  সেভাবে হয়ে ওঠেনি। অজ্ঞাত মালয়লাম ভাষার স্কুলেই তাকে ভর্তি হতে হয় পড়াশুনার জন্য। আস্তে আস্তে সড়গড় হয়ে ওঠে রোকশত। অবশেষে ভাষার গণ্ডি অতিক্রম করে এবছর কেরলের এসএসএলসি বা সেকেন্ডারি স্তুরের পরী ক্ষায় সব বিষয়ে ‘এ + গ্রেড অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে মুর্শিদাবাদের মেয়ে রোকশত খাতুন। কেরলে এ বছর এসএসএলসি পরীক্ষায় অংশ নেয়া প্রায় ৩০ শতাংশ পরীক্ষার্থী এ + গ্রেড অর্জন করেছে। তবে তার মধ্যেই  ব্যতিক্রম রোকশত।