১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অলিম্পিকের আসরে জ্ঞান হারালেন রাশিয়ান তীরন্দাজ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ জুলাই ২০২১, শুক্রবার
  • / 1

পুবের কলম, ওয়েবডেস্ক:  টোকিওর গরমে অসুস্থ হয়ে পড়লেন এক রাশিয়ান তীরন্দাজ। ওপেনিং  সেরিমনির আগেই অসুস্থ হয়ে পড়েন রাশিয়ান তীরন্দাজ সাভেতলানা গোমবোয়েভা। মাঠেই অজ্ঞান হয়ে যান তিনি। তখন চলছিল র‍্যাঙ্কিং রাউন্ড। সেই রাউন্ড শেষ হবার ঠিক পরেই জ্ঞান হারিয়ে ফেলেন এই রাশিয়ান তীরন্দাজ।  সকলেই রীতিমতো ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। মেডিকেল টিম প্রবেশ করে মাঠের মধ্যে। 

যদিও বড় কোনও বিপদ হয়নি। রাশিয়ার তীরন্দাজির কোচ স্ট্যানিস্লাভ পোপোভ বলেন, ‘আমার কোচিং ক্যারিয়ারে এমন ঘটনার সাক্ষী আমি কোন দিন থাকিনি। আসলে অত্যধিক গরম এবং আর্দ্রতার কারণে অসুস্থ হয়ে পড়েন এই রাশিয়ান তীরন্দাজ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অলিম্পিকের আসরে জ্ঞান হারালেন রাশিয়ান তীরন্দাজ

আপডেট : ২৩ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  টোকিওর গরমে অসুস্থ হয়ে পড়লেন এক রাশিয়ান তীরন্দাজ। ওপেনিং  সেরিমনির আগেই অসুস্থ হয়ে পড়েন রাশিয়ান তীরন্দাজ সাভেতলানা গোমবোয়েভা। মাঠেই অজ্ঞান হয়ে যান তিনি। তখন চলছিল র‍্যাঙ্কিং রাউন্ড। সেই রাউন্ড শেষ হবার ঠিক পরেই জ্ঞান হারিয়ে ফেলেন এই রাশিয়ান তীরন্দাজ।  সকলেই রীতিমতো ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। মেডিকেল টিম প্রবেশ করে মাঠের মধ্যে। 

যদিও বড় কোনও বিপদ হয়নি। রাশিয়ার তীরন্দাজির কোচ স্ট্যানিস্লাভ পোপোভ বলেন, ‘আমার কোচিং ক্যারিয়ারে এমন ঘটনার সাক্ষী আমি কোন দিন থাকিনি। আসলে অত্যধিক গরম এবং আর্দ্রতার কারণে অসুস্থ হয়ে পড়েন এই রাশিয়ান তীরন্দাজ।