১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সানিয়া মির্জাকে ১০ বছরের গোল্ডেন ভিসা দুবাইয়ের

Sumana Puber Kalom
  • আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার
  • / 0


পুবের কলম ওয়েবডেস্ক : সানিয়া মির্জাকে গোল্ডেন ভিসা দিল দুবাই সরকার। এর ফলে আগামী ১০ বছর দুবাইয়ে থাকার সুযোগ পেলেন তিনি। এমন অনন্য সম্মান পেয়ে খুশি ভারতের এই টেনিস কুইন। তিনি বলেন, ‘আমি প্রথমেই শেখ মহম্মদ বিন রশিদকে ধন্যবাদ জানাই। আমার কাছে দুবাই হল দ্বিতীয় বাড়ি। ভবিষ্যতে সেখানে থাকার সুযোগ পেয়ে খুব ভাল লাগছে।’ একা সানিয়াকে নয়, তাঁর স্বামী পাকিস্তানের ক্রিকে দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিককেও দুবাইয়ের গোল্ডেন ভিসা প্রদান করল আমিরশাহি সরকার। ক’দিন আগেই ডাবলসের প্রথম ম্যাচ জিতে উইম্বলডন যাত্রা শুরু করেছেন সানিয়া মির্জা। মার্কিন সঙ্গী বিথ্যানি ম্যাটেন স্যান্ডসকে নিয়ে ডিজারি ক্রজিক ও অ্যালেক্সা গুয়ারাচি জুটিকে ৭-৫, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন। পুত্রসন্তানের জন্মের পর এই প্রথম উইম্বলডনের মত বড় আসরে নামলেন সানিয়া। আর এতে বলিউড অভিনেতা শাহরুখ খান এবং সঞ্জয় দত্তের পর তৃতীয় ভারতীয় তারকা হিসেবে সানিয়া মির্জাকে এই সম্মান দিল দুবাই সরকার।

Tag :

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সানিয়া মির্জাকে ১০ বছরের গোল্ডেন ভিসা দুবাইয়ের

আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার


পুবের কলম ওয়েবডেস্ক : সানিয়া মির্জাকে গোল্ডেন ভিসা দিল দুবাই সরকার। এর ফলে আগামী ১০ বছর দুবাইয়ে থাকার সুযোগ পেলেন তিনি। এমন অনন্য সম্মান পেয়ে খুশি ভারতের এই টেনিস কুইন। তিনি বলেন, ‘আমি প্রথমেই শেখ মহম্মদ বিন রশিদকে ধন্যবাদ জানাই। আমার কাছে দুবাই হল দ্বিতীয় বাড়ি। ভবিষ্যতে সেখানে থাকার সুযোগ পেয়ে খুব ভাল লাগছে।’ একা সানিয়াকে নয়, তাঁর স্বামী পাকিস্তানের ক্রিকে দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিককেও দুবাইয়ের গোল্ডেন ভিসা প্রদান করল আমিরশাহি সরকার। ক’দিন আগেই ডাবলসের প্রথম ম্যাচ জিতে উইম্বলডন যাত্রা শুরু করেছেন সানিয়া মির্জা। মার্কিন সঙ্গী বিথ্যানি ম্যাটেন স্যান্ডসকে নিয়ে ডিজারি ক্রজিক ও অ্যালেক্সা গুয়ারাচি জুটিকে ৭-৫, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন। পুত্রসন্তানের জন্মের পর এই প্রথম উইম্বলডনের মত বড় আসরে নামলেন সানিয়া। আর এতে বলিউড অভিনেতা শাহরুখ খান এবং সঞ্জয় দত্তের পর তৃতীয় ভারতীয় তারকা হিসেবে সানিয়া মির্জাকে এই সম্মান দিল দুবাই সরকার।