১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভোটের ডিউটি করার পরেও দুই শিক্ষককে শোকজ নোটিশ!

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ জুলাই ২০২১, মঙ্গলবার
  • / 0


এস জে আব্বাস, শক্তিগড়: ভোটের ডিউটি করা সত্ত্বেও পূর্ব বর্ধমানের দুই শিক্ষকের কাছে চলে এল শোকজ নোটিশ। জেলাজুড়ে আরও কেউ এমন ঘটনার শিকার হয়েছেন কিনা যদিও তা এখনও জানা যায়নি। তবে, আপাতত দুটি ঘটনার খবর পাওয়া গেছে এ পর্যন্ত। এমন ঘটনায় ভোটকর্মীদের মধ্যে বেশ অসন্তোষ দেখা দিয়েছে। পূর্ব বর্ধমান জেলার চিনিসপুর হাই মাদ্রাসার শিক্ষক অমিত পান্ডে ও আটাঘর তাজপুর হাই মাদ্রাসার শিক্ষক সৈয়দ আলফায়েজ এই নোটিশ পেয়ে উদ্বিগ্ন।
তাঁদের উভয়ের দাবি, তাঁরা সদ্য পার হওয়া বিধানসভা ভোটের যথেষ্ট দায়িত্ব নিয়েই ডিউটি পালন করেছেন। কিন্তু কেন কি জানি এভাবে শো কজের নোটিশ চলে এল। তবে যাঁরা নির্বাচন কমিশনের এই ধরনের নোটিশ পাঠানোর কাজে যুক্ত তাঁদের আরও সচেতন হাওয়া দরকার। এই ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন ও দুঃখিত। এক্ষেত্রে তাদের আরও প্রশ্ন যদি ভোটের অ্যাপয়নমেন্ট লেটারটি-ই হারিয়ে ফেলতাম তাহলে কি হত?
এ প্রসঙ্গে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ‘এতে চিন্তিত হওয়ার কিছু নেই। ডিউটিতে গিয়েছেন, এই মর্মে উত্তর দিয়ে দিলেই সমস্যা মিটে যাবে।’
উল্লেখ্য, ইতিপূর্বে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ভোট কর্মীদের ভোটের অ্যাপয়েন্টমেন্ট লেটার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা নিয়েও যথেষ্ট চাঞ্চল্য দেখা গিয়েছিল।
এ ব্যাপারে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক আলি হোসেন মিদ্যা জানান, এক্ষেত্রে রিলিজ ডিউটি সার্টিফিকেটটিই যথেষ্ট। এতে দুশ্চিন্তার কোনও কারণ নেই। তবে সংশ্লিষ্ট দফতরের এ ধরনের গাফিলতি খুবই দুঃখজনক। পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে নির্বাচন কমিশন তথা সংস্লিষ্ট আফিসকে আরও বেশি সচেতনতা দেখাতে হবে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোটের ডিউটি করার পরেও দুই শিক্ষককে শোকজ নোটিশ!

আপডেট : ৬ জুলাই ২০২১, মঙ্গলবার


এস জে আব্বাস, শক্তিগড়: ভোটের ডিউটি করা সত্ত্বেও পূর্ব বর্ধমানের দুই শিক্ষকের কাছে চলে এল শোকজ নোটিশ। জেলাজুড়ে আরও কেউ এমন ঘটনার শিকার হয়েছেন কিনা যদিও তা এখনও জানা যায়নি। তবে, আপাতত দুটি ঘটনার খবর পাওয়া গেছে এ পর্যন্ত। এমন ঘটনায় ভোটকর্মীদের মধ্যে বেশ অসন্তোষ দেখা দিয়েছে। পূর্ব বর্ধমান জেলার চিনিসপুর হাই মাদ্রাসার শিক্ষক অমিত পান্ডে ও আটাঘর তাজপুর হাই মাদ্রাসার শিক্ষক সৈয়দ আলফায়েজ এই নোটিশ পেয়ে উদ্বিগ্ন।
তাঁদের উভয়ের দাবি, তাঁরা সদ্য পার হওয়া বিধানসভা ভোটের যথেষ্ট দায়িত্ব নিয়েই ডিউটি পালন করেছেন। কিন্তু কেন কি জানি এভাবে শো কজের নোটিশ চলে এল। তবে যাঁরা নির্বাচন কমিশনের এই ধরনের নোটিশ পাঠানোর কাজে যুক্ত তাঁদের আরও সচেতন হাওয়া দরকার। এই ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন ও দুঃখিত। এক্ষেত্রে তাদের আরও প্রশ্ন যদি ভোটের অ্যাপয়নমেন্ট লেটারটি-ই হারিয়ে ফেলতাম তাহলে কি হত?
এ প্রসঙ্গে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ‘এতে চিন্তিত হওয়ার কিছু নেই। ডিউটিতে গিয়েছেন, এই মর্মে উত্তর দিয়ে দিলেই সমস্যা মিটে যাবে।’
উল্লেখ্য, ইতিপূর্বে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ভোট কর্মীদের ভোটের অ্যাপয়েন্টমেন্ট লেটার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা নিয়েও যথেষ্ট চাঞ্চল্য দেখা গিয়েছিল।
এ ব্যাপারে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক আলি হোসেন মিদ্যা জানান, এক্ষেত্রে রিলিজ ডিউটি সার্টিফিকেটটিই যথেষ্ট। এতে দুশ্চিন্তার কোনও কারণ নেই। তবে সংশ্লিষ্ট দফতরের এ ধরনের গাফিলতি খুবই দুঃখজনক। পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে নির্বাচন কমিশন তথা সংস্লিষ্ট আফিসকে আরও বেশি সচেতনতা দেখাতে হবে।