পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিদ্দিকুল্লাহ চৌধুরী

- আপডেট : ১০ জুলাই ২০২১, শনিবার
- / 0
পুবের কলম ওয়েব ডেস্ক: লাগাতার পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি। নাজেহাল সাধারণ মানুষজন। এবারে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় তৃণমূল কংগ্রেস। শনিবার রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা জুড়ে প্রতিবাদ দেখায় তৃণমূল কর্মীরা। মন্তেশ্বরের কুসুমগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজিজুল হক, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শেখ আহমেদ হোসেন ও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। প্রথমে কুসুমগ্রাম বাজার ও পরে সাতগেছিয়া বাজারে অবস্থান বিক্ষোভ করা হয়। বিক্ষোভ মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তৃণমূল কংগ্রেস নেতারা।
প্রসঙ্গত, দিনে দিনে যেভাবে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এর আগেও অন্যান্য জায়গাগুলিতে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ করতে দেখা গেছে। কোথাও গরুর গাড়িতে চেপে তো কোথাও আবার সাইকেল চালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। যেমনটা দেখা যায় মদন মিত্র ও বেচারাম মান্নার ক্ষেত্রেও।
উল্লেখ্য বিষয়, বেশ কিছু আগে সুদূর সিঙ্গুর থেকে সাইকেল চালিয়ে কলকাতা বিধানসভায় অধিবেশনে যোগ দিতে আসেন রাজ্যের শ্রম মন্ত্রী তথা বিধায়ক বেচারাম মান্না। আবার মদন মিত্রকেও গরুর গাড়িতে চেপে প্রতিবাদ করেন।
অবিলম্বে পেট্রোপণ্য সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য হ্রাসের দাবি জানায় সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মী ও সাধারণ মানুষজন। কিন্তু কবে এর হাত থেকে রেহাই পাবে মানুষ? সেই প্রশ্ন উঠছে সমাজের বিভিন্ন মহলে। আদৌ কি দাম হ্রাস পাবে? প্রতিবাদের ফল কি পাবে তৃণমূল? সেই উত্তর অধরা ।