১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিটু-র অ্যাপ ক্যাব ধর্মঘট

Sumana Puber Kalom
  • আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার
  • / 0

পুবের কলম প্রতিবেদক: ভাড়াবৃদ্ধি-সহ পরিকাঠামো উন্নয়নের দাবিতে এবার পরিষেবা বন্ধের ডাক দিল বামপন্থী শ্রমিক সংগঠন সিটু পরিচালিত অ্যাপ ক্যাব সংগঠন। জানা গিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সপ্তাহে ১২ ঘণ্টার জন্য কলকাতা অ্যাপ ক্যাব রাস্তায় না চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওলা-উবের অপারেটার্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন। এ ব্যাপারে সংস্থার অভিযোগ, গত কয়েক বছর ধরে গাড়ির জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি বাজার অর্থনীতিতে একাধিক বদল ঘটেছে। অথচ রাজ্য সরকারের পরিবহন দফতরকে বার বার জানানোর পরেও সরকার অ্যাপ ক্যাবগুলির ভাড়াবৃদ্ধি কিংবা অন্যান্য সুবিধা নিয়ে নির্দিষ্ট কোনও নির্দেশিকা দেয়নি বলে অভিযোগ।
আগামী সপ্তাহে অ্যাপ ক্যাব বন্ধ রাখারর বিষয়ে সিটু পরিচালিত ওলা, উবের অপারেটার্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের সহ-সম্পাদক সোহাগ খান জানান, ‘রাজ্য সরকার আমাদের চালকদের জন্য নির্দিষ্টভাবে কোনও ভাড়া বেঁধে দিচ্ছে না। অথচ তেলের দাম যা বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাস্তায় অ্যাপ ক্যাব চালানো রীতিমতো কঠিন হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমরা গত ২০ ফেব্রুয়ারি আমরা বৈঠকে বসেছিলাম। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুসারেই আগামী ২৭ তারিখ অফলাইন স্ট্রাইকের ডাক দিয়েছি।’ অর্থাৎ সিটু সংগঠনের তত্ত্বাবধানে যেসব ওলা, উবের, ইনড্রাইভ, র‌্যাপিডো-র মতো অ্যাপ ক্যাবগুলি শহরে যাত্রী পরিষেবা দিয়ে থাকে সেগুলি আগামী ২৭ ফেব্রুয়ারি ১২ ঘণ্টার জন্য রাস্তায় নামবে না বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিটু-র অ্যাপ ক্যাব ধর্মঘট

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার

পুবের কলম প্রতিবেদক: ভাড়াবৃদ্ধি-সহ পরিকাঠামো উন্নয়নের দাবিতে এবার পরিষেবা বন্ধের ডাক দিল বামপন্থী শ্রমিক সংগঠন সিটু পরিচালিত অ্যাপ ক্যাব সংগঠন। জানা গিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সপ্তাহে ১২ ঘণ্টার জন্য কলকাতা অ্যাপ ক্যাব রাস্তায় না চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওলা-উবের অপারেটার্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন। এ ব্যাপারে সংস্থার অভিযোগ, গত কয়েক বছর ধরে গাড়ির জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি বাজার অর্থনীতিতে একাধিক বদল ঘটেছে। অথচ রাজ্য সরকারের পরিবহন দফতরকে বার বার জানানোর পরেও সরকার অ্যাপ ক্যাবগুলির ভাড়াবৃদ্ধি কিংবা অন্যান্য সুবিধা নিয়ে নির্দিষ্ট কোনও নির্দেশিকা দেয়নি বলে অভিযোগ।
আগামী সপ্তাহে অ্যাপ ক্যাব বন্ধ রাখারর বিষয়ে সিটু পরিচালিত ওলা, উবের অপারেটার্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের সহ-সম্পাদক সোহাগ খান জানান, ‘রাজ্য সরকার আমাদের চালকদের জন্য নির্দিষ্টভাবে কোনও ভাড়া বেঁধে দিচ্ছে না। অথচ তেলের দাম যা বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাস্তায় অ্যাপ ক্যাব চালানো রীতিমতো কঠিন হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমরা গত ২০ ফেব্রুয়ারি আমরা বৈঠকে বসেছিলাম। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুসারেই আগামী ২৭ তারিখ অফলাইন স্ট্রাইকের ডাক দিয়েছি।’ অর্থাৎ সিটু সংগঠনের তত্ত্বাবধানে যেসব ওলা, উবের, ইনড্রাইভ, র‌্যাপিডো-র মতো অ্যাপ ক্যাবগুলি শহরে যাত্রী পরিষেবা দিয়ে থাকে সেগুলি আগামী ২৭ ফেব্রুয়ারি ১২ ঘণ্টার জন্য রাস্তায় নামবে না বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।