“নারী নির্যাতন বৃদ্ধির কারণ স্বল্প বসন’ পাক প্রধানমন্ত্রীর মন্তব্য কে ঘিরে বিতর্ক
- আপডেট : ২১ জুন ২০২১, সোমবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কে প্রায়শই বির্তকের মুখে পড়তে দেখা যায়। কখনো তাঁর বলা কথা নিয়ে আবার কখনো তাঁর নেওয়া সিদ্ধান্ত নিয়ে। পাকিস্তানের নাগরিকরাই প্রধানমন্ত্রীর বলা বিভিন্ন প্রকার মন্তব্য নিয়ে কটাক্ষ করে থাকেন তাঁকে। পাকিস্তানের বেড়ে চলা নারী নির্যাতনের কারন নিয়ে সংবামাধ্যম তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন,মেয়েরা ছোট জামাকাপড় পরে তাই বাড়ছে ধর্ষণ।
পাক প্রধানমন্ত্রীর করা এই মন্তব্য থেকেই তৈরি হয়েছে বিতর্ক । তাঁর মতে মহিলাদের পোশাকের সঙ্গে দেশের ধর্ষণ বৃদ্ধি হওয়া সম্পর্কযুক্ত। এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ”যদি মহিলারা স্বল্পবসন পরেন, তাহলে সেটা পুরুষের উপর প্রভাব পড়ে। যদি তারা রোবট না হয় তবেই।এ খবুই সাধারণ বুদ্ধি।”এই ভিডিও নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ও বিরোধী নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ তীব্র কটাক্ষের মুখে পড়েন পাক প্রধানমন্ত্রী।
ইদানীং সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল এবং বিভিন্ন পোর্টালগুলিতে যে ভাবে নগ্নতার প্রসার ঘটছে তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। আইন ঠাকা স্বত্বেও যে ভাবে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যা বৃদ্ধি পাচ্ছে এই প্রেক্ষিতে পাক প্রধানমন্ত্রীর ইমরান খানের মন্তব্যের পক্ষে বিপক্ষে জোরদার বিতর্ক চলছে।