২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাম দূর্গে ফাটল, তৃণমূলে যোগদান সিপিআইএমের জেলা সম্পাদকের ছেলে

Sumana Puber Kalom
  • আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার
  • / 1

দেবশ্রী মজুমদার,বোলপুর: বাম দুর্গে সিঁধ তৃণমূলের। বীরভূম জেলার সিপিআইএমের জেলা সম্পাদকের ছেলে যোগ দিলো তৃণমূল কংগ্রেসে। শুক্রবার বিকালে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেইসঙ্গে তাকে আগামীদিনে জেলা নেতৃত্বে নিয়ে আসার কথা ঘোষণা করা হল।
শুক্রবার বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে সিপিআইএম জেলা সম্পাদক ও প্রাক্তন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি মনসা হাঁসদার ছেলে বুদ্ধদেব হাঁসদা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তিনিও তাঁর পরিবারের বাকী সদস্যদের মতো সিপিআইমের কট্টর সমর্থক ছিলেন।
ধান্যসড়া গ্রামের বাসিন্দা, পেশায় প্রাথমিক শিক্ষক, সুবক্তা ও সমাজসেবী হিসাবেই এলাকায় পরিচিত বুদ্ধদেব। এদিন তৃণমূল কংগ্রেসের সদলবলে যোগ দেন।
‘কেষ্ট কাকু’র নির্দেশেই আগামীদিনে রাজনীতি করবেন বলেই জানালেন বুদ্ধদেব। এদিন ধান্যসড়া গ্রামের নেতৃস্থানীয় মানুষদের সঙ্গে নিয়েই তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি।
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “মনসা হাঁসদা নিজেও খুব ভালো মানুষ। কোনোদিন কারো সঙ্গে কোন ঝগড়া করে নি। সবাইকে সঙ্গে নিয়ে চলেছে। তাঁর ছেলে ভালো হবেই। বুদ্ধদেবের মতো মেধাবী ছেলে, সুবক্তাকে কোন অঞ্চল বা বুথ স্তরে নয় তাকে জেলা নেতৃত্বে নিয়ে আসা হবে। আগামী জেলা মিটিংয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
বুদ্ধদেবের হাত ধরে বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলকে আরো বেশী মজবুত করার ইঙ্গিত দিয়েছেন অনুব্রত মণ্ডল।
এদিন বুদ্ধদেব হাঁসদা বলেন, “২০১১ সালের আগে পর্যন্ত আদিবাসীদের অনেক উন্নয়ন হয়েছে। তারপরেও হয়েছে। আজকের পরে কেউ বলবেন না যে আমাদের শিরদাঁড়া বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে যায় নি। উন্নয়নে সামিল হতে এসেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে যে উন্নয়ন করেছেন তাতেই আমরা সামিল হলাম।”

Tag :

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাম দূর্গে ফাটল, তৃণমূলে যোগদান সিপিআইএমের জেলা সম্পাদকের ছেলে

আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার

দেবশ্রী মজুমদার,বোলপুর: বাম দুর্গে সিঁধ তৃণমূলের। বীরভূম জেলার সিপিআইএমের জেলা সম্পাদকের ছেলে যোগ দিলো তৃণমূল কংগ্রেসে। শুক্রবার বিকালে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেইসঙ্গে তাকে আগামীদিনে জেলা নেতৃত্বে নিয়ে আসার কথা ঘোষণা করা হল।
শুক্রবার বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে সিপিআইএম জেলা সম্পাদক ও প্রাক্তন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি মনসা হাঁসদার ছেলে বুদ্ধদেব হাঁসদা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তিনিও তাঁর পরিবারের বাকী সদস্যদের মতো সিপিআইমের কট্টর সমর্থক ছিলেন।
ধান্যসড়া গ্রামের বাসিন্দা, পেশায় প্রাথমিক শিক্ষক, সুবক্তা ও সমাজসেবী হিসাবেই এলাকায় পরিচিত বুদ্ধদেব। এদিন তৃণমূল কংগ্রেসের সদলবলে যোগ দেন।
‘কেষ্ট কাকু’র নির্দেশেই আগামীদিনে রাজনীতি করবেন বলেই জানালেন বুদ্ধদেব। এদিন ধান্যসড়া গ্রামের নেতৃস্থানীয় মানুষদের সঙ্গে নিয়েই তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি।
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “মনসা হাঁসদা নিজেও খুব ভালো মানুষ। কোনোদিন কারো সঙ্গে কোন ঝগড়া করে নি। সবাইকে সঙ্গে নিয়ে চলেছে। তাঁর ছেলে ভালো হবেই। বুদ্ধদেবের মতো মেধাবী ছেলে, সুবক্তাকে কোন অঞ্চল বা বুথ স্তরে নয় তাকে জেলা নেতৃত্বে নিয়ে আসা হবে। আগামী জেলা মিটিংয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
বুদ্ধদেবের হাত ধরে বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলকে আরো বেশী মজবুত করার ইঙ্গিত দিয়েছেন অনুব্রত মণ্ডল।
এদিন বুদ্ধদেব হাঁসদা বলেন, “২০১১ সালের আগে পর্যন্ত আদিবাসীদের অনেক উন্নয়ন হয়েছে। তারপরেও হয়েছে। আজকের পরে কেউ বলবেন না যে আমাদের শিরদাঁড়া বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে যায় নি। উন্নয়নে সামিল হতে এসেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে যে উন্নয়ন করেছেন তাতেই আমরা সামিল হলাম।”