২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতা সফরে এসে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন সোনু নিগম

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ জুলাই ২০২১, সোমবার
  • / 1

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আবহে কাজের জন্য কলকাতা সফরে এলেন বলিউডের জনপ্রিয় গায়ক। কলকাতায় এসেই দক্ষিণেশ্বরের কালী মন্দির  দর্শন করলেন সোনু নিগম। ভিতরে গিয়ে পুজোও দিলেন। সবই করলেন করোনা বিধি মেনে। দক্ষিণেশ্বরের মন্দির কমিটির অন্যতম প্রধান কর্মকর্তা কুশল চৌধুরী জানিয়েছেন, রবিবার সকালেই ফোন করে সোনু জানিয়েছিলেন তিনি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আসতে চান। নির্দিষ্ট সময়েই পৌঁছে যান। সুরক্ষা বিধি মেনেই মন্দির প্রাঙ্গনে প্রবেশ করেন। দেবীমূর্তির সামনে দাঁড়িয়ে পুজো দেন। প্রার্থনাও করেন। ফেরার সময় আবার মন্দির কমিটির দফতরে বেশ কিছুটা সময় কাটান। উপস্থিত সকলের সঙ্গে কথা বলেন। প্রসাদ নিয়ে চলে যান। সোনুর জন্য মন্দিরের সামনে বা প্রাঙ্গনে কোনও ভিড় জমেনি। কারণ তাঁর আসার কথা কেউ জানতেন না।কলকাতার জামাই তিনি। এ শহর তাঁর অত্যন্ত কাছের। কতবার যে লাইভ প্রোগ্রাম করতে এসেছেন তা বোধহয় নিজেও জানেন না।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা সফরে এসে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন সোনু নিগম

আপডেট : ১৯ জুলাই ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আবহে কাজের জন্য কলকাতা সফরে এলেন বলিউডের জনপ্রিয় গায়ক। কলকাতায় এসেই দক্ষিণেশ্বরের কালী মন্দির  দর্শন করলেন সোনু নিগম। ভিতরে গিয়ে পুজোও দিলেন। সবই করলেন করোনা বিধি মেনে। দক্ষিণেশ্বরের মন্দির কমিটির অন্যতম প্রধান কর্মকর্তা কুশল চৌধুরী জানিয়েছেন, রবিবার সকালেই ফোন করে সোনু জানিয়েছিলেন তিনি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আসতে চান। নির্দিষ্ট সময়েই পৌঁছে যান। সুরক্ষা বিধি মেনেই মন্দির প্রাঙ্গনে প্রবেশ করেন। দেবীমূর্তির সামনে দাঁড়িয়ে পুজো দেন। প্রার্থনাও করেন। ফেরার সময় আবার মন্দির কমিটির দফতরে বেশ কিছুটা সময় কাটান। উপস্থিত সকলের সঙ্গে কথা বলেন। প্রসাদ নিয়ে চলে যান। সোনুর জন্য মন্দিরের সামনে বা প্রাঙ্গনে কোনও ভিড় জমেনি। কারণ তাঁর আসার কথা কেউ জানতেন না।কলকাতার জামাই তিনি। এ শহর তাঁর অত্যন্ত কাছের। কতবার যে লাইভ প্রোগ্রাম করতে এসেছেন তা বোধহয় নিজেও জানেন না।