১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দুধ-জল’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট সৌমিত্র খাঁ-র

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জুলাই ২০২১, শনিবার
  • / 0

পুবের কলম ওয়েব ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । ফেসবুকে তিনি ‘জল এবং দুধের বন্ধুত্ব’ নিয়ে লিখেছেন। ফেসবুকে সৌমিত্র খাঁ লিখেছেন, “জল দুধের সঙ্গে বন্ধুত্ব করল এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে গেল। এই দেখে দুধ জলকে বলল, ‘তুমি যেভাবে শুধু বন্ধুত্বের কারণে নিজের স্বরূপ ত্যাগ করে আমার সঙ্গে মিশে গেলে, আমিও আমাদের বন্ধুত্ব পালন করব, আজ থেকে তুমিও আমার দামেই বিক্রি হবে। তাই দুধকে যখন ফোটানো হয়, তখন জল বলে, এবার আমার বন্ধুত্ব পালন করার পালা, তাই তোমার থেকে আগে আমি মৃত্যু বরণ করব! তাই জল আগেই শেষ হয়ে যায়! যখন দুধ তার বন্ধু জলকে এভাবে মৃত্যু বরণ করতে দেখে, তখন দুধ উথলে উঠে আগুনকে নেভানোর চেষ্টা করে, কিন্তু যখন কিছু জলের ফোঁটা ছিটিয়ে তার বন্ধুকে উথলানো দুধের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, তখন দুধ আবার শান্ত হয়ে যায়!  কিন্তু …… এক ফোঁটা অম্ল সেই জল এবং দুধের নিবিড় বন্ধুত্বকে আলাদা করে দিতে পারে!”

 এই পোস্টের মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন? দলের সঙ্গে তাঁর সম্পর্ক নাকি স্ত্রী সুজাতার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে একথা লিখলেন তিনি, তা নিয়েই বিভিন্ন মহলে চলছে জোর জল্পনা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুধ-জল’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট সৌমিত্র খাঁ-র

আপডেট : ১০ জুলাই ২০২১, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । ফেসবুকে তিনি ‘জল এবং দুধের বন্ধুত্ব’ নিয়ে লিখেছেন। ফেসবুকে সৌমিত্র খাঁ লিখেছেন, “জল দুধের সঙ্গে বন্ধুত্ব করল এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে গেল। এই দেখে দুধ জলকে বলল, ‘তুমি যেভাবে শুধু বন্ধুত্বের কারণে নিজের স্বরূপ ত্যাগ করে আমার সঙ্গে মিশে গেলে, আমিও আমাদের বন্ধুত্ব পালন করব, আজ থেকে তুমিও আমার দামেই বিক্রি হবে। তাই দুধকে যখন ফোটানো হয়, তখন জল বলে, এবার আমার বন্ধুত্ব পালন করার পালা, তাই তোমার থেকে আগে আমি মৃত্যু বরণ করব! তাই জল আগেই শেষ হয়ে যায়! যখন দুধ তার বন্ধু জলকে এভাবে মৃত্যু বরণ করতে দেখে, তখন দুধ উথলে উঠে আগুনকে নেভানোর চেষ্টা করে, কিন্তু যখন কিছু জলের ফোঁটা ছিটিয়ে তার বন্ধুকে উথলানো দুধের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, তখন দুধ আবার শান্ত হয়ে যায়!  কিন্তু …… এক ফোঁটা অম্ল সেই জল এবং দুধের নিবিড় বন্ধুত্বকে আলাদা করে দিতে পারে!”

 এই পোস্টের মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন? দলের সঙ্গে তাঁর সম্পর্ক নাকি স্ত্রী সুজাতার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে একথা লিখলেন তিনি, তা নিয়েই বিভিন্ন মহলে চলছে জোর জল্পনা।