১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বড় পর্দায় এবার দাদার বায়োপিক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনি, কপিল দেবের পর এবার বড় পর্দায় প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। নিজের বায়োপিকের সম্মতিও জানিয়ে দিয়েছেন সৌরভ। সূত্রের খবর, সৌরভের বায়োপিকের জন্য ২০০-৩০০ কোটি টাকা খরচ করা হতে পারে।

সৌরভ জানিয়েছেন, হ্যাঁ নিজের বায়োপিক নির্মাণের বিষয়ে সম্মত হয়েছেন তিনি। তবে এখনই পরিচালকের নাম বলা সম্ভব হচ্ছে না। সমস্ত কিছু প্রস্তুতিতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে।

সৌরভের জাতীয় দলে সুযোগ পাওয়া থেকে ভারতের অধিনায়ক হওয়া, বিশ্বকাপের ফাইনালে ওঠা এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি হওয়া, সব কিছুই ফুটিয়ে তোলা হবে রূপোলি পর্দায়। তবে কবে সিনেমাটি মুক্তি পাবে, তা জানা যায়নি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বড় পর্দায় এবার দাদার বায়োপিক

আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনি, কপিল দেবের পর এবার বড় পর্দায় প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। নিজের বায়োপিকের সম্মতিও জানিয়ে দিয়েছেন সৌরভ। সূত্রের খবর, সৌরভের বায়োপিকের জন্য ২০০-৩০০ কোটি টাকা খরচ করা হতে পারে।

সৌরভ জানিয়েছেন, হ্যাঁ নিজের বায়োপিক নির্মাণের বিষয়ে সম্মত হয়েছেন তিনি। তবে এখনই পরিচালকের নাম বলা সম্ভব হচ্ছে না। সমস্ত কিছু প্রস্তুতিতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে।

সৌরভের জাতীয় দলে সুযোগ পাওয়া থেকে ভারতের অধিনায়ক হওয়া, বিশ্বকাপের ফাইনালে ওঠা এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি হওয়া, সব কিছুই ফুটিয়ে তোলা হবে রূপোলি পর্দায়। তবে কবে সিনেমাটি মুক্তি পাবে, তা জানা যায়নি।