সংসদের বাদল অধিবেশন শুরুর আগে ১৮ জুলাই সর্বদলীয় বৈঠক ডাকলেন স্পিকার

- আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার
- / 0
পুবের কলম, ওয়েব ডেস্ক: আগামী ১৯ জুলাই শুরু হবে সংসদের বাদল অধিবেশন। আগের দিন ১৮ জুলাই সর্বদলীয় বৈঠক ডাকলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এই বৈঠকের কথা জানিয়েছেন। ওইদিন সকাল ১১টার সময় বৈঠক ডাকা হয়েছে। কেবল সর্বদলীয় বৈঠকই নয়, ওইদিন বিজেপির সংসদীয় এগজিকিউটিভ বৈঠকও ডাকা হয়েছে। সংসদের NDA নেতাদের বৈঠকেরও আহ্বান করা হয়েছে একই দিনে। মনে করা হচ্ছে, অধিবেশন সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে আগাম প্রস্তুতির জন্যই এমন বৈঠকের পরিকল্পনা।
১৯ জুলাই শুরু হয়ে সংসদের বাদল অধিবেশন চলার কথা ১৩ আগস্ট পর্যন্ত। দুই কক্ষেই সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত অধিবেশন চলবে মোট ১৯টি কাজের দিন ধরে। সাধারণত জুলাইয়ের তৃতীয় সপ্তাহে শুরু হয়ে ১৫ আগস্টের আগেই শেষ হয় অধিবেশন। যদিও আগের বছর করোনার প্রকোপে সেপ্টেম্বরে ওই অধিবেশন হয়েছিল। গত এক বছরে সংসদের তিনটি অধিবেশন সঙ্কুচিত হয়েছে করোনার কারণে। শীতকালীন অধিবেশন তো পুরোপুরি বাতিলই করে দিতে হয়েছিল। এই পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউ খানিক স্তিমিত হওয়ার পরে এবার সকলের লক্ষ্য সংসদের বাদল অধিবেশনের দিকে।