রক্তাক্ত উপত্যকাঃ সপরিবারে নিহত হলেন অবন্তীপুরার পুলিশ অফিসার
- আপডেট : ২৮ জুন ২০২১, সোমবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্কঃ জম্মুতে সেনা ঘাঁটিতে শনিবার গভীর রাতে ড্রোন দিয়ে জোড়া বিস্ফোরণের আতঙ্ক কাটার আগেই পুলওয়ামায় সপরিবারে নিহত হলেন এক পুলিশ অফিসার। আতঙ্কবাদীরা রবিবার রাত ১১.১৫ নাগাদ অবন্তীপুরায় ওই পুলিশ অফিসারের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে।
কাশ্মীর পুলিশের স্পেশাল অফিসার ফয়াজ আহমেদের বাড়িতে ঢোকে আতঙ্কবাদীরা। সেখানে চালানো হয়এলোপাথাড়ি গুলি । ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশ অফিসারের। গুরুতর ভাবে জখম হন তাঁর স্ত্রী ও মেয়ে। পরে গতরাতে প্রথমে তাঁর স্ত্রী প্রাণ হারান, আর তারপর তাঁর মেয়েকেও বাঁচানো যায়নি।তাঁদের মেয়ে আজ সকালে ওই হাসপাতালেই মারা গিয়েছে। তার শরীরে গুলির একাধিক জখম ছিল।
আততায়ীদের খোঁজে জম্মু ও কাশ্মীর পুলিশ তল্লাশি শুরু করেছে। এই হামলার কড়া নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা। তিনি এটিকে নৃশংস হামলা আখ্যা দিয়েছেন এবং জঙ্গিদের কাপুরুষ বলেছেন। এদিকে ঘটনার নিন্দায় সরব হয়েছেন জম্মু ও কাশ্মীর বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুরও। সাংসদ তথা মিম প্রধান আাসাদুদ্দিন ওয়াইসিও এই হামলার তীব্র নিন্দা করেছেন।