২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যাত্রী চাপ কমাতে সোমবার থেকে বাড়ছে স্টাফ স্পেশ্যাল মেট্রো

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ জুলাই ২০২১, রবিবার
  • / 3

পুবের কলম প্রতিবেদকঃ বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এর ফলে বিধিনিষেধ থাকা সত্ত্বেও বেশি সংখ্যক মানুষ বাড়ির বাইরে বের হচ্ছেন। কিন্তু গণপরিবহণ ব্যবস্থা এখনও পুরোপুরি চালু না হওয়ায় চাপ বাড়ছে মেট্রো এবং রেলের ওপর। তাই এই পরিস্থিতিতে যাত্রী চাপ কমাতে আরও বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। গত সোমবার থেকে মেট্রোর সংখ্যা বাড়িয়ে ৬২টি করা হয়েছিল। সোমবার থেকে বাড়ানো হচ্ছে আরও ২৮ টি মেট্রো। এর ফলে স্টাফ স্পেশ্যাল মেট্রোর সংখ্যা বেড়ে হবে ৯০ টি। এই মেট্রোগুলি চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত।

দুই দিক থেকেই সকাল ৮ টার সময় মেট্রো ছাড়বে এবং শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধ্যা ৭ টায়। রেকের সংখ্যা বাড়ায় স্বাভাবিক ভাবেই মেট্রোপাওয়ার ব্যবধানও অনেকটা কমবে। আগে ১১ থেকে ১২ মিনিট পর পর মেট্রো পাওয়া যেত এখন তা ৮ মিনিট পর পর পাওয়া যাবে। এরফলে যাত্রীদের চাপ অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সুবিধার্থে প্রথমে ১২ টি মেট্রো চালু করা হয়। পরে তা বাড়িয়ে চল্লিশটি করা হয়। কিন্তু পরবর্তী সময়ে রাজ্য সরকার বিধিনিষেধে ছাড় দেওয়ায় যাত্রীদের চাপ মেট্রোয় ক্রমেই বাড়তে থাকে।

উল্লেখ্য বর্তমানে সংবাদমাধ্যমের কর্মীপানীয় জল সরবরাহ,  টেলিকমইন্টারনেট পরিষেবা, পশু চিকিৎসা,  পুলিশ আদালত ব্যাঙ্ক সংশোধনাগার,  বিদ্যুৎ পরিষেবা প্রভৃতির সঙ্গে যুক্ত কর্মীদের মেট্রোয় ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও অনেক সাধারণ মানুষ মেট্রোয় যাতায়াত করছে। আর তাতেই বাড়ছে যাত্রীদের চাপ। তাই সোমবার থেকে মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যাত্রী চাপ কমাতে সোমবার থেকে বাড়ছে স্টাফ স্পেশ্যাল মেট্রো

আপডেট : ৪ জুলাই ২০২১, রবিবার

পুবের কলম প্রতিবেদকঃ বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এর ফলে বিধিনিষেধ থাকা সত্ত্বেও বেশি সংখ্যক মানুষ বাড়ির বাইরে বের হচ্ছেন। কিন্তু গণপরিবহণ ব্যবস্থা এখনও পুরোপুরি চালু না হওয়ায় চাপ বাড়ছে মেট্রো এবং রেলের ওপর। তাই এই পরিস্থিতিতে যাত্রী চাপ কমাতে আরও বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। গত সোমবার থেকে মেট্রোর সংখ্যা বাড়িয়ে ৬২টি করা হয়েছিল। সোমবার থেকে বাড়ানো হচ্ছে আরও ২৮ টি মেট্রো। এর ফলে স্টাফ স্পেশ্যাল মেট্রোর সংখ্যা বেড়ে হবে ৯০ টি। এই মেট্রোগুলি চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত।

দুই দিক থেকেই সকাল ৮ টার সময় মেট্রো ছাড়বে এবং শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধ্যা ৭ টায়। রেকের সংখ্যা বাড়ায় স্বাভাবিক ভাবেই মেট্রোপাওয়ার ব্যবধানও অনেকটা কমবে। আগে ১১ থেকে ১২ মিনিট পর পর মেট্রো পাওয়া যেত এখন তা ৮ মিনিট পর পর পাওয়া যাবে। এরফলে যাত্রীদের চাপ অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সুবিধার্থে প্রথমে ১২ টি মেট্রো চালু করা হয়। পরে তা বাড়িয়ে চল্লিশটি করা হয়। কিন্তু পরবর্তী সময়ে রাজ্য সরকার বিধিনিষেধে ছাড় দেওয়ায় যাত্রীদের চাপ মেট্রোয় ক্রমেই বাড়তে থাকে।

উল্লেখ্য বর্তমানে সংবাদমাধ্যমের কর্মীপানীয় জল সরবরাহ,  টেলিকমইন্টারনেট পরিষেবা, পশু চিকিৎসা,  পুলিশ আদালত ব্যাঙ্ক সংশোধনাগার,  বিদ্যুৎ পরিষেবা প্রভৃতির সঙ্গে যুক্ত কর্মীদের মেট্রোয় ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও অনেক সাধারণ মানুষ মেট্রোয় যাতায়াত করছে। আর তাতেই বাড়ছে যাত্রীদের চাপ। তাই সোমবার থেকে মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।