অর্থনীতি নিয়ে কেন্দ্রকে তোপ সুব্রহ্মণ্যম স্বামীর
- আপডেট : ২৫ জুলাই ২০২১, রবিবার
- / 0
নয়াদিল্লি, ২৫ জুলাই : অর্থনীতি থেকে শুরু করে বৈদেশিক নীতি এবং করোনভাইরাস থেকে শুরু করে সংসদীয় বিষয় নিয়ে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী সবসময় সরব হয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে। আবারও একটি টুইটের মাধ্যমে কেন্দ্রকে কটাক্ষ করেছেন তিনি। স্বামী জানিয়েছেন যে আপাতত জনসঙ্ঘের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আদর্শকে বিজেপি উপেক্ষা করেছে, যা বিরোধীদের মধ্যে আশা জাগিয়ে তুলেছে। শুধু তাই নয়, স্বামী আবারও মোদী সরকারকে আক্রমণ করেছেন এবং কেন্দ্রকে অর্থনীতি, প্রতিরক্ষা এবং স্বাস্থ্যের ইস্যুতে ব্যর্থতার কথা বলেছেন। এর আগেও গোটা দেশ জুড়ে ক্রমাগত করোনা ভ্যাকসিন নিয়ে এবং ভ্যাকসিনেশনের গতিপ্রকৃতি নিয়ে বিরোধীদলের একাধিক নেতা মোদী সরকারের দিকে আঙুল তুলেছে। আর সেসময় খোদ বিজেপির তরফেই সুব্রহ্মণ্যম স্বামী এবার মুখ খোলেন মোদী সরকারের বিরুদ্ধে।