মাদ্রাজ আইআইটিতে গবেষকের রহস্যমৃত্যু
- আপডেট : ২ জুলাই ২০২১, শুক্রবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্কঃ মাদ্রাজ আইআইটি ক্যাম্পাস থেকে উদ্ধার বছর ২২ এর এক গবেষকের দগ্ধ দেহ! ঘর থেকে পাওয়া গেছে ১১ পাতার সুইসাইড নোট। যেখানে উল্লেখ করা হয়েছে– কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে এই চরম সিদ্ধান্ত নিলেন তিনি। এমনই পুলিশ সূত্রে খবর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান– আত্মহত্যা করেছেন তিনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাসে।
মৃতের নাম উন্নিকৃষ্ণন নায়ার। কেরলের এর্নাকুলামের বাসিন্দা তিনি। বৃহস্পতিবার সকালেই তিনি কেরালা থেকে ক্যাম্পাসে ফিরেছিলেন। আর ওইদিন বিকেলেই হকি খেলতে এসে দেহটি পড়ে থাকতে দেখেন পড়ুয়ারা। বিষয়টি তারা কোচকে জানান। এরপর সঙ্গে সঙ্গে স্থানীয় থানাকে জানানো হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রয়াপেট্টা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর– নায়ার একজন প্রোজেক্ট কো-অর্ডিনেটর ছিলেন। চলতি বছর এপ্রিলেই তিনি মাদ্রাজ আইআইটিতে আসেন।
কোট্টরপুরম থানায় পুলিশ জানিয়েছে– একটি সুইসাইড নোট মিলেছে। তাতে লেখা আছে– কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে এই চরম সিদ্ধান্ত। তাঁর এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে কী কারণে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বা এর পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ইতিমধ্যে সিআরপিসি ১৭৪ ধারায় মামলা রুজু করেছেন তদন্তকারীরা।