১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি সফরে ওমানের সুলতান, নিওম শহরের বৈঠকে “জিও পলিটিক্সে” নয়া দিশা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্ক: গত বছর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু করেছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল-সায়িদ। রবিবার দুই দিনের সৌদি আরব সফরেলোহিত সাগর তীরবর্তী শহর নিওমে পৌঁছেছেন তিনি। আপাতত সারা বিশ্বের কূটনীতিক  মহলের  দৃষ্টি  রয়েছে  এই সফরের ওপর। সৌদি আরবের সংবাদ সংস্থাগুলি  জানাচ্ছে  অপরিশোধিত  তৈল সম্পদের  দেশ হল সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল সায়িদের সঙ্গে বৈঠক করেন সৌদি সুলতান সালমন। আন্তর্জাতিক  কূটনীতিক  মহল এই দুই  শীর্ষ রাষ্ট্রনেতার বৈঠক কে ” জিও পলিটিক্স ” বলেই আখ্যাত করছেন। এই সফরে ইয়েমেন যুদ্ধ ছাড়াও দুই দেশের অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানাচ্ছে সৌদি আরবের সংবাদ সংস্থাগুলি। ওমানের সুলতানকে স্বাগত জানান সৌদি বাদশাহ সালমান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, করোনাভাইরাস মহামারি শুরুর পর এটাই ৮৫ বছর বয়সী সৌদি বাদশাহর প্রথম মুখোমুখি সাক্ষাৎ। এছাড়াও ওমানের সুলতানকে স্বাগত জানানোর সময় উপস্থিত ছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ঋণ জর্জরিত ওমানে বেকারত্বের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে।

সৌদি সুলতানের সঙ্গে এই ইস্যুতেও কথা বলেন ওমানের সুলতান। এমনটাই জানা যাচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সৌদি সফরে ওমানের সুলতান, নিওম শহরের বৈঠকে “জিও পলিটিক্সে” নয়া দিশা

আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: গত বছর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু করেছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল-সায়িদ। রবিবার দুই দিনের সৌদি আরব সফরেলোহিত সাগর তীরবর্তী শহর নিওমে পৌঁছেছেন তিনি। আপাতত সারা বিশ্বের কূটনীতিক  মহলের  দৃষ্টি  রয়েছে  এই সফরের ওপর। সৌদি আরবের সংবাদ সংস্থাগুলি  জানাচ্ছে  অপরিশোধিত  তৈল সম্পদের  দেশ হল সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল সায়িদের সঙ্গে বৈঠক করেন সৌদি সুলতান সালমন। আন্তর্জাতিক  কূটনীতিক  মহল এই দুই  শীর্ষ রাষ্ট্রনেতার বৈঠক কে ” জিও পলিটিক্স ” বলেই আখ্যাত করছেন। এই সফরে ইয়েমেন যুদ্ধ ছাড়াও দুই দেশের অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানাচ্ছে সৌদি আরবের সংবাদ সংস্থাগুলি। ওমানের সুলতানকে স্বাগত জানান সৌদি বাদশাহ সালমান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, করোনাভাইরাস মহামারি শুরুর পর এটাই ৮৫ বছর বয়সী সৌদি বাদশাহর প্রথম মুখোমুখি সাক্ষাৎ। এছাড়াও ওমানের সুলতানকে স্বাগত জানানোর সময় উপস্থিত ছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ঋণ জর্জরিত ওমানে বেকারত্বের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে।

সৌদি সুলতানের সঙ্গে এই ইস্যুতেও কথা বলেন ওমানের সুলতান। এমনটাই জানা যাচ্ছে।