‘বন্ধুত্বের প্রতীক’, মালদ্বীপের রাষ্ট্রপতিকে হাঁড়িভাঙা আম উপহার শেখ হাসিনার

- আপডেট : ১৯ জুলাই ২০২১, সোমবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্ক: মালদ্বীপের রাষ্ট্রপতিকে হাঁড়িভাঙা আম উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫০০ কেজি হাঁড়িভাঙা আম মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহর উদ্দেশ্য পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজ সোমবার মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচারপ্রধান আয়েশা শান সাকির কাছে উপহার হিসেবে আম পাঠান।
প্রসঙ্গত, এর আগে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে হাঁড়িভাঙা আম পাঠান শেখ হাসিনা। এছাড়াও এই তালিকায় রয়েছেন ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরাম। ইতিমধ্যেই বন্ধুত্বের প্রতীক হিসেবে এই সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।