১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

তাসখন্দের বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে রাশিয়ার সাহায্য চাইলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. মোমেন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ জুলাই ২০২১, শনিবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্ক:  রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চাপান-উতোর অব্যাহত। গত তিন বছর ধরে এই নিয়ে বৈঠক হলেও নানা কারণে এই প্রত্যাবাসন প্রক্রিয়া পিছিয়ে যায়। এবার রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার সাহায্য চাইলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বাংলাদেশের বিদেশমন্ত্রীর আবেদনে সম্মতি জানিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারকে বাংলাদেশের সঙ্গে এই বিষয়ে আলোচনায় উৎসাহিত করবে তারা।

আজ শনিবার উজবেকিস্তানের তাসখন্দে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের এক বৈঠক করেন বিদেশমন্ত্রী ড. মোমেন। সেখানে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের কঠিন সময়ে দেশের পাশে থাকার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান তিনি। সেখানেই রোহিঙ্গা বিষয় নিয়ে একপ্রস্থ আলোচনা সারেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। এর পাশাপাশি প্রতিরক্ষা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ২০২৩ ও ২০২৪ সালে বাংলাদেশে দুটি পরমাণু প্রকল্প সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। দুই মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতার স্তর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পাঠানো বার্তার জন্য ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই ‘মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তানে যান বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তাসখন্দের বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে রাশিয়ার সাহায্য চাইলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. মোমেন

আপডেট : ১৭ জুলাই ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চাপান-উতোর অব্যাহত। গত তিন বছর ধরে এই নিয়ে বৈঠক হলেও নানা কারণে এই প্রত্যাবাসন প্রক্রিয়া পিছিয়ে যায়। এবার রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার সাহায্য চাইলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বাংলাদেশের বিদেশমন্ত্রীর আবেদনে সম্মতি জানিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারকে বাংলাদেশের সঙ্গে এই বিষয়ে আলোচনায় উৎসাহিত করবে তারা।

আজ শনিবার উজবেকিস্তানের তাসখন্দে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের এক বৈঠক করেন বিদেশমন্ত্রী ড. মোমেন। সেখানে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের কঠিন সময়ে দেশের পাশে থাকার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান তিনি। সেখানেই রোহিঙ্গা বিষয় নিয়ে একপ্রস্থ আলোচনা সারেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। এর পাশাপাশি প্রতিরক্ষা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ২০২৩ ও ২০২৪ সালে বাংলাদেশে দুটি পরমাণু প্রকল্প সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। দুই মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতার স্তর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পাঠানো বার্তার জন্য ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই ‘মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তানে যান বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।