১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মহেন্দ্র সিং ধোনির ৭ নাম্বার জার্সি তুলে রাখার আবেদন করা হল বিসিসিআই’ এর কাছে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জুলাই ২০২১, শনিবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্কঃ ভারতের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় ও অধিনায়কের নাম হিসাবে  মহেন্দ্র সিং ধোনির নাম সর্বদাই উল্লেখযোগ্য। ২০২০ এর অগাস্ট মাসে ক্রিকেট প্রেমীদের বিদায় জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি।  তার হাত ধরেই ১৯৮৩ সালের পর দ্বিতীয়বার ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। এছাড়া ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানও অনেক বেশি। তার হেলিকপ্টার শট আর তীক্ষ্ণ বুদ্ধির বাহবা অনেকেই দিয়ে থাকে। মাঠে তাকে সবাই ক্যাপ্টেন কুল নামেই জানতেন। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের কথা উল্লেখ করে এবার এমনই দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিসিসিআইয়ের প্রাক্তন জেনারেল ম্যানেজার সাবা করিম।

তবে শুধু ধোনি নন, আরও বেশ ক্রিকেটারের জার্সিও তুলে রাখার কথা বলেছেন তিনি। এখন ধোনি কে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দলে দেখা যাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক দরবারে বিদায় নেওয়ায় তার ভক্তদের মধ্যে দুঃখের ছায়া নেমে এসেছে।

তাই এক সাক্ষাৎকারে সাবা করিম বলেছেন, “এম এস ধোনির জার্সি অবশ্যই তুলে রাখা উচিত। তবে শুধু ধোনির জার্সি নয়, আরও বেশ কয়েকজন ভারতীয় কিংবদন্তিদের জার্সিও সংরক্ষণ করে রাখা উচিত। ওই নম্বরের জার্সি যাতে আর কেউ না পরতে পারেন, সেই নিয়ম করে দেওয়া উচিত বিসিসিআইয়ের। এর ফলে ভারতীয় ক্রিকেটে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান করা উচিত।” তবে এই বিষয়ে বিসিসিআই এখনো কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহেন্দ্র সিং ধোনির ৭ নাম্বার জার্সি তুলে রাখার আবেদন করা হল বিসিসিআই’ এর কাছে

আপডেট : ১০ জুলাই ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ভারতের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় ও অধিনায়কের নাম হিসাবে  মহেন্দ্র সিং ধোনির নাম সর্বদাই উল্লেখযোগ্য। ২০২০ এর অগাস্ট মাসে ক্রিকেট প্রেমীদের বিদায় জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি।  তার হাত ধরেই ১৯৮৩ সালের পর দ্বিতীয়বার ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। এছাড়া ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানও অনেক বেশি। তার হেলিকপ্টার শট আর তীক্ষ্ণ বুদ্ধির বাহবা অনেকেই দিয়ে থাকে। মাঠে তাকে সবাই ক্যাপ্টেন কুল নামেই জানতেন। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের কথা উল্লেখ করে এবার এমনই দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিসিসিআইয়ের প্রাক্তন জেনারেল ম্যানেজার সাবা করিম।

তবে শুধু ধোনি নন, আরও বেশ ক্রিকেটারের জার্সিও তুলে রাখার কথা বলেছেন তিনি। এখন ধোনি কে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দলে দেখা যাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক দরবারে বিদায় নেওয়ায় তার ভক্তদের মধ্যে দুঃখের ছায়া নেমে এসেছে।

তাই এক সাক্ষাৎকারে সাবা করিম বলেছেন, “এম এস ধোনির জার্সি অবশ্যই তুলে রাখা উচিত। তবে শুধু ধোনির জার্সি নয়, আরও বেশ কয়েকজন ভারতীয় কিংবদন্তিদের জার্সিও সংরক্ষণ করে রাখা উচিত। ওই নম্বরের জার্সি যাতে আর কেউ না পরতে পারেন, সেই নিয়ম করে দেওয়া উচিত বিসিসিআইয়ের। এর ফলে ভারতীয় ক্রিকেটে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান করা উচিত।” তবে এই বিষয়ে বিসিসিআই এখনো কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।