১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতা বিমানবন্দরে এবার শুরু হতে চলেছে কোভিড টেস্ট, রিপোর্ট মাত্র ১৫ মিনিটে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা মহামারির কারণে আক্ষরিক অর্থেই বদলে গিয়েছে  গোটা  বিশ্বের চালচিত্র। এখন দেশে হোক, বিদেশে যাত্রার জন্য বাধ্যতামূলক করোনা নেগেটিভ রিপোর্ট  বা টিকাকরণের শংসাপত্র। কলকাতা বিমানবন্দরে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে থাকছে করোনা পরীক্ষার ব্যবস্থা। বিমানবন্দরে যাঁরা আসবেন, তাঁদের জন্য র‌্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা রয়েছে।

আন্তর্জাতিক বিমান যাত্রা আরও একটু বেশি মাত্রায় চালু হওয়ার পরেই এই করোনা পরীক্ষা ব্যবস্থা শুরু হয়ে যাবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের ডিরেক্টর সি পট্টভি জানিয়েছেন, এইচএলএল লাইফ কেয়ার প্রাইভেট ল্যাবরেটরিতে এই করোনা পরীক্ষা করা হবে। মাত্র ১৫ মিনিটেই রিপোর্ট পাওয়া যাবে। এর আগে দিল্লি  বিমানবন্দরে  শুরু  হয় করোনা পরীক্ষার  ব্যবস্থা। অধিকাংশ ক্ষেত্রেই  মাত্র ৭২ ঘন্টার  আগের রিপোর্ট  চাওয়া হচ্ছে। সে ক্ষেত্রে  এই   ব্যবস্থায় উপকৃত হবেন যাত্রীরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা বিমানবন্দরে এবার শুরু হতে চলেছে কোভিড টেস্ট, রিপোর্ট মাত্র ১৫ মিনিটে

আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা মহামারির কারণে আক্ষরিক অর্থেই বদলে গিয়েছে  গোটা  বিশ্বের চালচিত্র। এখন দেশে হোক, বিদেশে যাত্রার জন্য বাধ্যতামূলক করোনা নেগেটিভ রিপোর্ট  বা টিকাকরণের শংসাপত্র। কলকাতা বিমানবন্দরে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে থাকছে করোনা পরীক্ষার ব্যবস্থা। বিমানবন্দরে যাঁরা আসবেন, তাঁদের জন্য র‌্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা রয়েছে।

আন্তর্জাতিক বিমান যাত্রা আরও একটু বেশি মাত্রায় চালু হওয়ার পরেই এই করোনা পরীক্ষা ব্যবস্থা শুরু হয়ে যাবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের ডিরেক্টর সি পট্টভি জানিয়েছেন, এইচএলএল লাইফ কেয়ার প্রাইভেট ল্যাবরেটরিতে এই করোনা পরীক্ষা করা হবে। মাত্র ১৫ মিনিটেই রিপোর্ট পাওয়া যাবে। এর আগে দিল্লি  বিমানবন্দরে  শুরু  হয় করোনা পরীক্ষার  ব্যবস্থা। অধিকাংশ ক্ষেত্রেই  মাত্র ৭২ ঘন্টার  আগের রিপোর্ট  চাওয়া হচ্ছে। সে ক্ষেত্রে  এই   ব্যবস্থায় উপকৃত হবেন যাত্রীরা।