রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রভর্তির নির্দেশিকা পাঠালো উচ্চ শিক্ষা দফতর

- আপডেট : ২৪ জুলাই ২০২১, শনিবার
- / 0
পুবের কলম প্রতিবেদকঃ আগামী ২ আগস্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। ২২ জুলাই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক– আইসিএসই– আইএসসি’র ফল প্রকাশিত হয়েছে শনিবার।
উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে– ২ আগস্ট থেকে স্নাতক স্তরে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি স্নাতকোত্তর স্তরের ছাত্র ভর্তির প্রক্রিয়া ১ সেপ্টেম্বর থেকে শুরু করতে হবে। উচ্চ শিক্ষা দফতর নির্দেশিকায় বলেছে– কোনও রকম প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না। মেধার মাধ্যমেই ছাত্র ভর্তি করতে হবে। ভর্তি প্রক্রিয়া চলাকালীন কোনও ছাত্রছাত্রী কলেজে আসতে হবে না। কলেজ ও বিশ্ববিদ্যালযüগুলিকে পাঠানো নির্দেশিকায় উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে– স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ২ আগস্ট থেকে। আবেদনপত্র নেওয়ার কাজ চলবে ২০ আগস্ট পর্যন্ত। মেধাতালিকা প্রকাশ করতে হবে ৩১ আগস্ট। ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। ১ অক্টোবর থেকে শুরু করতে হবে স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের ক্লাস।
স্নাতক স্তরের ফাইনাল সেমিস্টার এর রেজাল্ট বিশ্ববিদ্যালয়গুলিকে প্রকাশ করতে হবে ৩১ আগস্ট এর মধ্যে। স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। আবেদনপত্র নেওয়ার প্রক্রিয়া শেষ হবে ১৫ই সেপ্টেম্বর। মেধাতালিকা প্রকাশ হবে ২০ সেপ্টেম্বর। ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ২৫ অক্টোবরের মধ্যে। অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করতে হবে।
ছাত্র ভর্তি হবে অনলাইনে এবং মেধার ভিত্তিতে। যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে তাদের কাউন্সিলিং বা ভেরিফিকেশনের জন্য ছাত্র ভর্তি প্রক্রিয়া চলাকালীন কলেজবিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। গত বছরের মতো এ বছরও কোনওকম আবেদন ফি লাগবে না। যারা ভর্তি হওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিঠি– ই-মেইল অথবা টেলিফোনের মাধ্যমে জানাবে। ই-পেমেন্ট এর মাধ্যমে কলেজের টাকা দিতে পারবে ছাত্রছাত্রীরা। তার জন্য কোনভাবেই সশরীরে উপস্থিত হওয়ার নেই কলেজে। অনলাইনে যে সমস্ত তথ্য চাওয়া হবে সব তথ্যই আপলোড করতে হবে। যদি কোনও ছাত্রছাত্রী আপলোড করা তথ্য ভুল ধরা পড়ে তাহলে তার ভর্তি প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে।