নজরে আগ্রাসী লালফৌজ, ভারত মহাসাগরে প্রবেশ করল ব্রিটিশ নৌবহর

- আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার
- / 4
পুবের কলম ওয়েবডেস্কঃ চিনের উত্থানে কূটনীতি ও সমরনীতিতে এসেছে বিস্তর পরিবর্তন। নেহেরু জমানার জোট নিরপেক্ষ নীতি ত্যাগ করে পশ্চিমের দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে নয়াদিল্লি। এহেন পরিস্থিতিতে এবার ভারতীয় নৌসেনার সঙ্গে নয়া সম্পর্কের সূচনা করতে চলেছে ব্রিটিশ নৌবাহিনী। ভারতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারত মহাসাগরে প্রবেশ করেছে ব্রিটিশ নৌবহর। যুদ্ধবিমানবাহী জাহাজ ‘HMS Queen Elizabeth’-এর নেতৃত্বে ভারতীয় রণতরীগুলির সঙ্গে মহড়া চালাবে ব্রিটিশ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। বলে রাখা ভাল, একটি বিমানবাহী যুদ্ধজাহাজের সঙ্গে থাকে সাবমেরিন, ফ্রিগেট, ডেস্ট্রয়ারের মতো বেশ কয়েকটি রণতরী।
এগুলোকে মিলিয়ে বলা হয় ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’। এই বিষয়ে ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স এলিস বলেন, “ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার প্রতি আমাদের দায়বদ্ধতার শক্তিশালী প্রদর্শন। গুরুগ্রামে ভারতীয় নৌসেনার আধিকারিকদের সঙ্গে দেখা করবেন ব্রিটিশ নৌবাহিনীর অফিসার।”