১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রয়াত হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বৃহস্পতিবার ভোরে শিমলার একটি হাসপাতালে মৃত্যু হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। সেইসঙ্গে ইদানীং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। সোমবার হার্ট অ্যাটাকের পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টের দিকে মারা যান প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে কার্ডিওলজি বিভাগে চিকিৎসকদের পরামর্শে রাখা হয়েছিল তাঁকে। বর্তমানে ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে(আইজিএমসি)চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রসঙ্গত, পর পর দুবার করোনা আক্রান্ত হয়েছিলেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। গত ১২ এপ্রিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে ৩০ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান । এরপর ফের অসুস্থ হয়ে আইজিএমসি-তে ভর্তি হন বীরভদ্র সিং। আবার গত ১১ জুন ফের করোনা আক্রান্ত হন তিনি। একদিকে বয়সজনিত কারণে অসুস্থতা, অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে তাঁর।

পর পর ৬’বার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন বীরভদ্র সিং। পাঁচবার সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি।

১৯৮৩-১৯৯০ প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হন তিনি। তারপর ১৯৯৩-১৯৯৮, ২০০৩-২০০৭ ও শেষবারের জন্য ২০১২-২০১৭ তিনি দায়িত্ব পালন করেন। কেন্দ্রেও তিনি প্রথমে প্রতিমন্ত্রী ও পরে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিধায়ক ছিলেন হিমাচল বিধানসভায়। পাঁচবার লোকসভাতেও গিয়েছেন তিনি, প্রথমবার ১৯৬২ সালে ও শেষবার ২০০৯ সালে।

বীরভদ্র সিং জন্মগ্রহণ করেন ১৯৩৪ সালের ২৩ জুন। দিল্লির সেন্ট স্টিফেন্সে পড়াশুনো করেছিলেন তিনি। পরবর্তীকালে তাঁর রাজনীতি জগতে প্রবেশ। এক দক্ষ রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং

আপডেট : ৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বৃহস্পতিবার ভোরে শিমলার একটি হাসপাতালে মৃত্যু হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। সেইসঙ্গে ইদানীং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। সোমবার হার্ট অ্যাটাকের পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টের দিকে মারা যান প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে কার্ডিওলজি বিভাগে চিকিৎসকদের পরামর্শে রাখা হয়েছিল তাঁকে। বর্তমানে ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে(আইজিএমসি)চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রসঙ্গত, পর পর দুবার করোনা আক্রান্ত হয়েছিলেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। গত ১২ এপ্রিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে ৩০ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান । এরপর ফের অসুস্থ হয়ে আইজিএমসি-তে ভর্তি হন বীরভদ্র সিং। আবার গত ১১ জুন ফের করোনা আক্রান্ত হন তিনি। একদিকে বয়সজনিত কারণে অসুস্থতা, অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে তাঁর।

পর পর ৬’বার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন বীরভদ্র সিং। পাঁচবার সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি।

১৯৮৩-১৯৯০ প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হন তিনি। তারপর ১৯৯৩-১৯৯৮, ২০০৩-২০০৭ ও শেষবারের জন্য ২০১২-২০১৭ তিনি দায়িত্ব পালন করেন। কেন্দ্রেও তিনি প্রথমে প্রতিমন্ত্রী ও পরে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিধায়ক ছিলেন হিমাচল বিধানসভায়। পাঁচবার লোকসভাতেও গিয়েছেন তিনি, প্রথমবার ১৯৬২ সালে ও শেষবার ২০০৯ সালে।

বীরভদ্র সিং জন্মগ্রহণ করেন ১৯৩৪ সালের ২৩ জুন। দিল্লির সেন্ট স্টিফেন্সে পড়াশুনো করেছিলেন তিনি। পরবর্তীকালে তাঁর রাজনীতি জগতে প্রবেশ। এক দক্ষ রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন তিনি।