১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফুল চুরি ঠেকাতে চোরকে কবিতায় চিঠি লিখলেন বাগানপ্রেমী বৃদ্ধ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার
  • / 1

পুবের কলম, ওয়েবডেস্কঃ বাগান করার শখ অনেকেরই থাকে। আবার ফুল চোরের সংখ্যাও কিছু  কম নয়। এহেন ফুল চুরি  ঠেকাতে এবার সোজাসাপটা গান্ধিগিরির রাস্তা  নিলেন এক বৃদ্ধ। চিঠি  লিখলেন ফুল চোরের  উদ্দেশ্যে। চিঠিতে বাগানপ্রেমী বৃদ্ধ  ফুল ও গাছ চোরের উদ্দেশ্যে একটা আকুতি  ভরা কবিতায় লেখা চিঠিও দিয়েছেন। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কবিতার বয়ানে স্পষ্ট,  প্রায়শই ওই বাগান থেকে ফুলের গাছ বা ফুল চুরি করেন কেউ। তবে চোরের কাছে বাগানপ্রেমীর বিনীত আর্জি, ‘চোর, যদি আমাদের প্রতি তোমার একটুও সহানুভূতি থাকে, তবে চুরি করা গাছগুলি ফিরিয়ে দিয়ে যেও দয়া করে। কারণ আমি একজন অবসরপ্রাপ্ত পেনশন প্রাপক। আর ওই গাছগুলো কিনতে আমাকে খরচ করতে হয়েছে।’  উল্লেখ্য ঘটনাটি  ঘটেছে  ইংল্যান্ডে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফুল চুরি ঠেকাতে চোরকে কবিতায় চিঠি লিখলেন বাগানপ্রেমী বৃদ্ধ

আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বাগান করার শখ অনেকেরই থাকে। আবার ফুল চোরের সংখ্যাও কিছু  কম নয়। এহেন ফুল চুরি  ঠেকাতে এবার সোজাসাপটা গান্ধিগিরির রাস্তা  নিলেন এক বৃদ্ধ। চিঠি  লিখলেন ফুল চোরের  উদ্দেশ্যে। চিঠিতে বাগানপ্রেমী বৃদ্ধ  ফুল ও গাছ চোরের উদ্দেশ্যে একটা আকুতি  ভরা কবিতায় লেখা চিঠিও দিয়েছেন। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কবিতার বয়ানে স্পষ্ট,  প্রায়শই ওই বাগান থেকে ফুলের গাছ বা ফুল চুরি করেন কেউ। তবে চোরের কাছে বাগানপ্রেমীর বিনীত আর্জি, ‘চোর, যদি আমাদের প্রতি তোমার একটুও সহানুভূতি থাকে, তবে চুরি করা গাছগুলি ফিরিয়ে দিয়ে যেও দয়া করে। কারণ আমি একজন অবসরপ্রাপ্ত পেনশন প্রাপক। আর ওই গাছগুলো কিনতে আমাকে খরচ করতে হয়েছে।’  উল্লেখ্য ঘটনাটি  ঘটেছে  ইংল্যান্ডে।