থার্ড ওয়েভের আগে অক্সিজেন প্লান্ট তৈরি, ঘোষণা প্রধানমন্ত্রীর

- আপডেট : ৯ জুলাই ২০২১, শুক্রবার
- / 0
পুবের কলম ওয়েব ডেস্ক: করোনার থার্ড ওয়েভের আগে তৈরি হচ্ছে দেড় হাজার অক্সিজেন প্লান্ট। শুক্রবার অক্সিজেন সরবরাহ নিয়ে করা রিভিউ মিটিংয়ে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই অক্সিজেন প্লান্টগুলি একসঙ্গে সক্রিয় হয়ে উঠলে দেশজুড়ে একসঙ্গে ৪ লক্ষ রোগীকে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে। আধিকারিকদের উদ্দেশে নির্দেশ দেন, এই প্লান্টগুলি যাতে দ্রুত কার্যকর করা সম্ভব হয়, তা নিশ্চিত করতে হবে।
করোনা দ্বিতীয়বার আঘাত হানার পর দেশজুড়ে অক্সিজেনের সংকট তৈরি হয়েছিল। দেশের সব বড় শহরেই কমবেশি সমস্যায় পড়তে হয়েছে করোনা (CoronaVirus) রোগীদের। বিশেষ করে দিল্লি এবং মহারাষ্ট্রে এই সমস্যা ছিল সবচেয়ে বেশি। উত্তরপ্রদেশ সরকার স্বীকার না করলেও সেরাজ্যেও যে অক্সিজেনের গভীর সংকট ছিল, এবং বহু মানুষের প্রাণহানি হয়েছে তা একাধিকবার প্রকাশ্যে এসেছে। অক্সিজেনের এই সংকট নিয়ে দ্বিতীয় ঢেউয়ের পর দেশজুড়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রকে। তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রে যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।