২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কোভিড প্রোটোকল মেনে চলু্‌ন, ফের বার্তা দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জুলাই ২০২১, শনিবার
  • / 1

পুবের কলম, ওয়েবডেস্কঃ দেশ থেকে  এখনও  বিদায় নেয়নি  করোনা, দ্বিতীয় ঢেউ এর পর এবার তৃতীয় ঢেউয়ের ভ্রূকুটি।  এমত পরিস্থিতিতে দাঁড়িয়ে  দেশবাসীকে  ফের করোনা বিধি  মেনে চলার বার্তা দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সংক্রমণের বেগ কিছুটা নিয়ন্ত্রিত  হলেও সতর্ক  না হলে বাংলাদেশ, গ্রেট  ব্রিটেন,  মার্কিন যুক্তরাষ্ট্রের  মত পরিণতি হবে বলেও সতর্ক করেছে  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

নীতি আয়োগের সদস্য তথা কেন্দ্রের কোভিড পরামর্শদাতা ডা. ভিকে পল বলছেন, ”আমাদের অসতর্ক হওয়া চলবে না। আজকাল পর্যটনকেন্দ্রগুলিতে নতুন ঝুঁকি দেখা যাচ্ছে। যেখানে অনেক মানুষের জমায়েত হচ্ছে। শারীরিক দূরত্ব বা মাস্ক কোনওটাই দেখা যাচ্ছে না। এটা গভীর উদ্বেগের বিষয়। এটা আসলে করোনার তৃতীয় ধাক্কাকে খোলাখুলি আমন্ত্রণ জানানো হচ্ছে।”শুক্রবার  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক  এক সাংবাদিক সন্মেলনে জানিয়েছেন  এখনও দেশের  বহু মানুষের মধ্যে  মাস্ক না, পরা, লকডাউন  না মানা, ইত্যাদির প্রবণতা রয়েছে,  যা আসলে করোনা সংক্রমণ বৃদ্ধির অশনিসংকেত  ছাড়া  আর কিছু নয়।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোভিড প্রোটোকল মেনে চলু্‌ন, ফের বার্তা দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

আপডেট : ১০ জুলাই ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ দেশ থেকে  এখনও  বিদায় নেয়নি  করোনা, দ্বিতীয় ঢেউ এর পর এবার তৃতীয় ঢেউয়ের ভ্রূকুটি।  এমত পরিস্থিতিতে দাঁড়িয়ে  দেশবাসীকে  ফের করোনা বিধি  মেনে চলার বার্তা দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সংক্রমণের বেগ কিছুটা নিয়ন্ত্রিত  হলেও সতর্ক  না হলে বাংলাদেশ, গ্রেট  ব্রিটেন,  মার্কিন যুক্তরাষ্ট্রের  মত পরিণতি হবে বলেও সতর্ক করেছে  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

নীতি আয়োগের সদস্য তথা কেন্দ্রের কোভিড পরামর্শদাতা ডা. ভিকে পল বলছেন, ”আমাদের অসতর্ক হওয়া চলবে না। আজকাল পর্যটনকেন্দ্রগুলিতে নতুন ঝুঁকি দেখা যাচ্ছে। যেখানে অনেক মানুষের জমায়েত হচ্ছে। শারীরিক দূরত্ব বা মাস্ক কোনওটাই দেখা যাচ্ছে না। এটা গভীর উদ্বেগের বিষয়। এটা আসলে করোনার তৃতীয় ধাক্কাকে খোলাখুলি আমন্ত্রণ জানানো হচ্ছে।”শুক্রবার  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক  এক সাংবাদিক সন্মেলনে জানিয়েছেন  এখনও দেশের  বহু মানুষের মধ্যে  মাস্ক না, পরা, লকডাউন  না মানা, ইত্যাদির প্রবণতা রয়েছে,  যা আসলে করোনা সংক্রমণ বৃদ্ধির অশনিসংকেত  ছাড়া  আর কিছু নয়।