১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন সেনাদের সহায়তা দেওয়া আফগান দোভাষীদের সরিয়ে নেবে আমেরিকা

Sumana Puber Kalom
  • আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার
  • / 0

পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন বাহিনীকে সহায়তা দেওয়া দোভাষীদের সরিয়ে নেবে আমেরিকা। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এসব দোভাষীরা বিপদে পড়তে পারে বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোয়াইট হাউজ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, অপারেশন অ্যালাইস রিফিউজি নামের একটি প্রকল্পের মাধ্যমে এসব দোভাষীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হবে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে।
আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা জানিয়েছেন মার্ক প্রেসিডেন্ট জো বাইডেন। গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানে দ্রুত উত্থান ঘটছে তালিবানদের এর মধ্যেই দোভাষীদের সরিয়ে নেওয়ার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র।হোয়াইট হাউজের মুখপাত্র জেন পিসাকি এক ব্রিফিংয়ে বলেন, ‘এরা সাহসী মানুষ। গত কয়েক বছরে তারা যে ভূমিকা রেখেছে তাকে আমরা স্বীকৃতি ও মূল্য দেওয়া নিশ্চিত করতে চাই।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে আফগানিস্তান থেকে প্রায় আড়াই হাজার দোভাষীকে সরিয়ে নেওয়া হবে। তাদের মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা তৃতীয় কোনও নিরপেক্ষ দেশে সামরিক নিরাপত্তায় রাখা হবে। সেখান থেকে তাদের ভিসা আবেদন প্রক্রিয়া চালানো হবে।তালিবানদের উত্থানের সঙ্গে সঙ্গে মার্কিন বাহিনীর দোভাষী হিসেবে কাজ করা আফগান নাগরিকদের ওপর প্রতিশোধের আশঙ্কা জোরালো হচ্ছে। ২০০১ সালে মার্কিন হামলায় ক্ষমতাচ্যুত হওয়া এই সশস্ত্র গোষ্ঠীটি আফগানিস্তানের বেশ কয়েকটি সীমান্ত ক্রসিংয়ের দখল নিয়েছে।

Tag :

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন সেনাদের সহায়তা দেওয়া আফগান দোভাষীদের সরিয়ে নেবে আমেরিকা

আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন বাহিনীকে সহায়তা দেওয়া দোভাষীদের সরিয়ে নেবে আমেরিকা। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এসব দোভাষীরা বিপদে পড়তে পারে বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোয়াইট হাউজ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, অপারেশন অ্যালাইস রিফিউজি নামের একটি প্রকল্পের মাধ্যমে এসব দোভাষীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হবে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে।
আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা জানিয়েছেন মার্ক প্রেসিডেন্ট জো বাইডেন। গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানে দ্রুত উত্থান ঘটছে তালিবানদের এর মধ্যেই দোভাষীদের সরিয়ে নেওয়ার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র।হোয়াইট হাউজের মুখপাত্র জেন পিসাকি এক ব্রিফিংয়ে বলেন, ‘এরা সাহসী মানুষ। গত কয়েক বছরে তারা যে ভূমিকা রেখেছে তাকে আমরা স্বীকৃতি ও মূল্য দেওয়া নিশ্চিত করতে চাই।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে আফগানিস্তান থেকে প্রায় আড়াই হাজার দোভাষীকে সরিয়ে নেওয়া হবে। তাদের মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা তৃতীয় কোনও নিরপেক্ষ দেশে সামরিক নিরাপত্তায় রাখা হবে। সেখান থেকে তাদের ভিসা আবেদন প্রক্রিয়া চালানো হবে।তালিবানদের উত্থানের সঙ্গে সঙ্গে মার্কিন বাহিনীর দোভাষী হিসেবে কাজ করা আফগান নাগরিকদের ওপর প্রতিশোধের আশঙ্কা জোরালো হচ্ছে। ২০০১ সালে মার্কিন হামলায় ক্ষমতাচ্যুত হওয়া এই সশস্ত্র গোষ্ঠীটি আফগানিস্তানের বেশ কয়েকটি সীমান্ত ক্রসিংয়ের দখল নিয়েছে।