২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের তিরস্কারের পর কানোয়ার যাত্রা বাতিলে বাধ্য হল উত্তরপ্রদেশ সরকার

Sumana Puber Kalom
  • আপডেট : ১৮ জুলাই ২০২১, রবিবার
  • / 1

লখনউ ১৮ জুলাই: অনেকটা বাধ্য হয়েই শেষ পর্যন্ত কানোয়ার যাত্রা বাতিলের সিদ্ধান্তই নিল উত্তরপ্রদেশ সরকার। এর আগে উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, বিহার ও ওড়িশা সরকার করোনা আবহে এ বছরের কানোয়ার যাত্রা বাতিলের সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিল। কিন্তু যোগী রাজ্যও সুপ্রিম নির্দেশের পরেও তা নিয়ে দ্বিধায় ছিল।ঘরে বাইরে নানা তরফে চাপের মুখে পড়ে সে রাজ্যের সরকার এই সিদ্ধান্ত নিল বলে মনে করে পর্যবেক্ষক মহল।
প্রধানত শ্রাবণ মাসে বাঁশের বাঁকে হরিদ্বার, গঙ্গোত্রী বা গোমুখ থেকে হিন্দু পুণ্যা়র্থীদের গঙ্গাজল আহরণের এই পুণ্যমযাত্রাই কানোয়ার যাত্রা নামে পরিচিত। বিভিন্ন রাজ্যি থেকে হাজার হাজার মানুষ এই যাত্রায় অংশ নেন। কিন্তু করোনা অতিমারীর তৃতীয় তরঙ্গের আশঙ্কায় কেন্দ্র এবং রাজ্যদগুলির তরফে আগাম সতর্কতা নেওয়া হচ্ছে। তাই কানোয়ার যাত্রা বন্ধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু যোগীরাজ্য তাতে সম্মত হয়নি। ফলে হস্তক্ষেপ করতে হয় সুপ্রিম কোর্টকে।
শেষ পর্যন্ত এদিন পিছু হঠার সিদ্ধান্ত জানাল উত্তরপ্রদেশ ।এ বিষয়ে সোমবার যোগী সরকার তাদের অবস্থান সুপ্রিম কোর্টকে জানিয়ে দেবে। কেন্দ্রের তরফেও শীর্ষ আদালতকে জানানো হয়েছে, কোনও রাজ্যের মানুষই যাতে উত্তরাখণ্ডে গঙ্গাজল সংগ্রহ করতে ভিড় না করে। বরং রাজ্যেগুলি গঙ্গাজল সংগ্রহ করে বিভিন্ন মন্দিরে পৌঁছে দেওয়া দায়িত্ব নিক বলে কোর্টে জানিয়েছে কেন্দ্র।
আগামী ২৫ জুলাই শুরু কানোয়ার যাত্রা। গত মঙ্গলবার দেরাদুনে এক বৈঠকের পরে উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সিদ্ধান্ত নেন এবারের কানোয়ার যাত্রা বাতিল করার। কিন্তু সেই পথে না হেঁটে কানোয়ার যাত্রার অনুমতি দিয়ে দেয় উত্তরপ্রদেশ সরকার।শেষ পর্যন্ত সুপ্রীম কোর্টের তিরষ্কারের পরে এবার বাধ্য হয়ে কানোয়ার যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার।

Tag :

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম কোর্টের তিরস্কারের পর কানোয়ার যাত্রা বাতিলে বাধ্য হল উত্তরপ্রদেশ সরকার

আপডেট : ১৮ জুলাই ২০২১, রবিবার

লখনউ ১৮ জুলাই: অনেকটা বাধ্য হয়েই শেষ পর্যন্ত কানোয়ার যাত্রা বাতিলের সিদ্ধান্তই নিল উত্তরপ্রদেশ সরকার। এর আগে উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, বিহার ও ওড়িশা সরকার করোনা আবহে এ বছরের কানোয়ার যাত্রা বাতিলের সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিল। কিন্তু যোগী রাজ্যও সুপ্রিম নির্দেশের পরেও তা নিয়ে দ্বিধায় ছিল।ঘরে বাইরে নানা তরফে চাপের মুখে পড়ে সে রাজ্যের সরকার এই সিদ্ধান্ত নিল বলে মনে করে পর্যবেক্ষক মহল।
প্রধানত শ্রাবণ মাসে বাঁশের বাঁকে হরিদ্বার, গঙ্গোত্রী বা গোমুখ থেকে হিন্দু পুণ্যা়র্থীদের গঙ্গাজল আহরণের এই পুণ্যমযাত্রাই কানোয়ার যাত্রা নামে পরিচিত। বিভিন্ন রাজ্যি থেকে হাজার হাজার মানুষ এই যাত্রায় অংশ নেন। কিন্তু করোনা অতিমারীর তৃতীয় তরঙ্গের আশঙ্কায় কেন্দ্র এবং রাজ্যদগুলির তরফে আগাম সতর্কতা নেওয়া হচ্ছে। তাই কানোয়ার যাত্রা বন্ধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু যোগীরাজ্য তাতে সম্মত হয়নি। ফলে হস্তক্ষেপ করতে হয় সুপ্রিম কোর্টকে।
শেষ পর্যন্ত এদিন পিছু হঠার সিদ্ধান্ত জানাল উত্তরপ্রদেশ ।এ বিষয়ে সোমবার যোগী সরকার তাদের অবস্থান সুপ্রিম কোর্টকে জানিয়ে দেবে। কেন্দ্রের তরফেও শীর্ষ আদালতকে জানানো হয়েছে, কোনও রাজ্যের মানুষই যাতে উত্তরাখণ্ডে গঙ্গাজল সংগ্রহ করতে ভিড় না করে। বরং রাজ্যেগুলি গঙ্গাজল সংগ্রহ করে বিভিন্ন মন্দিরে পৌঁছে দেওয়া দায়িত্ব নিক বলে কোর্টে জানিয়েছে কেন্দ্র।
আগামী ২৫ জুলাই শুরু কানোয়ার যাত্রা। গত মঙ্গলবার দেরাদুনে এক বৈঠকের পরে উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সিদ্ধান্ত নেন এবারের কানোয়ার যাত্রা বাতিল করার। কিন্তু সেই পথে না হেঁটে কানোয়ার যাত্রার অনুমতি দিয়ে দেয় উত্তরপ্রদেশ সরকার।শেষ পর্যন্ত সুপ্রীম কোর্টের তিরষ্কারের পরে এবার বাধ্য হয়ে কানোয়ার যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার।