১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পৃথিবীতে জনসংখ্যার বিস্ফোরণ মঙ্গলে মানব বসতির ভাবনা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ জুলাই ২০২১, শনিবার
  • / 1

পুবের কলম ওয়েবডেস্কঃ  পৃথিবীতে জনসংখ্যা ক্রমশ উর্ধ্বমুখী। বিভিন্ন দেশে জনসংখ্যার বিস্ফোরণ ঘটছে। বিজ্ঞানীদের একাংশের আশঙ্কা– আগামী দিনে এই পৃথিবীতে মানুষের জন্য আর থাকার জায়গা থাকবে না। তাই বিকল্প উপায়ের খোঁজ এখন থেকেই শুরু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় মার্কিন বৈদ্যুতিন গাড়ি কোম্পানি টেসলার মালিক এলন মাস্ক বলছেন– এবার মঙ্গল গ্রহে কলোনি বা বসতি নির্মাণের কাজ শুরু উচিৎ। সম্প্রতি এক টু্ইট করেছেন মাস্ক। তাতে তিনি লিখেছেন– ‘আমি এক ভালো দৃষ্টান্ত স্থাপন করতে চাইছি। জনসংখ্যার বিস্ফোরণ কতটা বড় সমস্যা মানুষ বুঝছে না। এই সমস্যা একমাত্র   পৃথিবীরই। মঙ্গলের চাই মানুষ– কারণ সেখানে একটাও মানুষ নেই। পৃথিবীতে অন্যান্য প্রাণের অভিভাবক মানুষই। মঙ্গলে প্রাণ আনা যাক!’ মঙ্গলে ‘কলোনাইজেশন’ নিয়ে অনেকদিন ধরেই কথা বলে আসছেন এলন মাস্ক। তবে বিষয়টা যে খরচসাপেক্ষ তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু এলন মাস্কের এই টু্ইট  নিয়ে অনেকেই প্রশংসা করে মন্তব্য করেছেন। সোশ্যাল সাইটে এক ব্যক্তি লিখেছেন– ’জনসংখ্যার বিস্ফোরণ অবশ্যম্ভাবী– তবে ভালো লাগছে যে আপনি এ বিষয়ে সদর্থক ভূমিকা নিচ্ছেন।’ সম্প্রতি– অ্যামাজনের মালিক জেফ বেজোস তার নিজের রকেটে করে মহাকাশে ঘুরে এসেছেন। তিনিও চাইছেন মহাকাশে মানুষের অস্তিত্ব নিয়মিত হোক– নতুন এক জগতের অংশ হয়ে উঠুক মানুষ।  

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পৃথিবীতে জনসংখ্যার বিস্ফোরণ মঙ্গলে মানব বসতির ভাবনা

আপডেট : ২৪ জুলাই ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  পৃথিবীতে জনসংখ্যা ক্রমশ উর্ধ্বমুখী। বিভিন্ন দেশে জনসংখ্যার বিস্ফোরণ ঘটছে। বিজ্ঞানীদের একাংশের আশঙ্কা– আগামী দিনে এই পৃথিবীতে মানুষের জন্য আর থাকার জায়গা থাকবে না। তাই বিকল্প উপায়ের খোঁজ এখন থেকেই শুরু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় মার্কিন বৈদ্যুতিন গাড়ি কোম্পানি টেসলার মালিক এলন মাস্ক বলছেন– এবার মঙ্গল গ্রহে কলোনি বা বসতি নির্মাণের কাজ শুরু উচিৎ। সম্প্রতি এক টু্ইট করেছেন মাস্ক। তাতে তিনি লিখেছেন– ‘আমি এক ভালো দৃষ্টান্ত স্থাপন করতে চাইছি। জনসংখ্যার বিস্ফোরণ কতটা বড় সমস্যা মানুষ বুঝছে না। এই সমস্যা একমাত্র   পৃথিবীরই। মঙ্গলের চাই মানুষ– কারণ সেখানে একটাও মানুষ নেই। পৃথিবীতে অন্যান্য প্রাণের অভিভাবক মানুষই। মঙ্গলে প্রাণ আনা যাক!’ মঙ্গলে ‘কলোনাইজেশন’ নিয়ে অনেকদিন ধরেই কথা বলে আসছেন এলন মাস্ক। তবে বিষয়টা যে খরচসাপেক্ষ তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু এলন মাস্কের এই টু্ইট  নিয়ে অনেকেই প্রশংসা করে মন্তব্য করেছেন। সোশ্যাল সাইটে এক ব্যক্তি লিখেছেন– ’জনসংখ্যার বিস্ফোরণ অবশ্যম্ভাবী– তবে ভালো লাগছে যে আপনি এ বিষয়ে সদর্থক ভূমিকা নিচ্ছেন।’ সম্প্রতি– অ্যামাজনের মালিক জেফ বেজোস তার নিজের রকেটে করে মহাকাশে ঘুরে এসেছেন। তিনিও চাইছেন মহাকাশে মানুষের অস্তিত্ব নিয়মিত হোক– নতুন এক জগতের অংশ হয়ে উঠুক মানুষ।