১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
এবার দিঘায় বাধ্যতামূলক হল কোভিড নেগেটিভ রিপোর্ট অথবা টিকাকরণের শংসাপত্র

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ১২ জুলাই ২০২১, সোমবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্যের করোনা গ্রাফ নিম্নমুখী হলেও সংক্রমণের হার বাড়ছে পূর্ব মেদিনীপুর জেলায়। এমতাবস্থায় দাঁড়িয়ে কড়া পদক্ষেপ নিল জেলা প্রশাসন। এবার দিঘা যেতে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট না হলে দাখিল করতে হবে টিকা নেওয়ার শংসাপত্র।

বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ার পর থেকেই শান্তিনিকেতন, তারাপীঠ, দিঘায় বাড়তে থাকে পর্যটকদের ভিড়। তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন।
এর পাশাপাশি একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। হোটেলের ভিতর কড়াভাবে মানতে হবে কোভিড বিধি। সেখানে বিধিনিষেধ পালন যেমন পর্যটকদের দায়িত্ব, একইভাবে পর্যটকরা হোটেল কর্তৃপক্ষের দায়িত্ব। তাই কোনওকারণে হোটেলের ভিতর কোভিড বিধি লঙ্ঘন হলে তার দায় নিতে হবে কর্তৃপক্ষকে।