আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, জারি কমলা সতর্কতা
- আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার
- / 0
পুবের কলম প্রতিবেদক: রবিবার রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত রয়েছে এক অক্ষরেখা। এর প্রভাবে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। শনিবার বিকেলের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত। কলকাতায় রবিবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ, কখনও পুরোপুরি মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
দক্ষিণবঙ্গে রবিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টি, সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের কলকাতা-সহ বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বওয়ার আশঙ্কা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।
সোমবারেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায়। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। একটি সতর্কবার্তা এসেছে হাওয়া অফিসে থেকে। জারি হয়েছে কমলা সতর্কতা।