২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি কে খুনের চেষ্টার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ জুলাই ২০২১, শনিবার
  • / 1

কৌশিক সালুই,বীরভূম:– দাম্পত্য বিবাদ মেটাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি কে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার বীরভূমের রাজনগরে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আক্রান্ত তৃণমূল নেতা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি বাসুদেব মন্ডল কে এদিন খুনের চেষ্টা করে পল্টু নন্দী নামে এক ব্যক্তি বলে অভিযোগ। তিনি এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। বাসুদেব বাবুর  উপর এদিন সকালে পল্টু ছুরি নিয়ে চড়াও হয়। তার গলায় ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। ঘটনার সময় আশেপাশে প্রচুর লোকজন থাকায় বরাতজোরে আততায়ীর হাত থেকে প্রাণে বেঁচে যান তৃণমূলের শ্রমিক সংগঠনের ওই নেতা। তাকে প্রথমে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

 ঘটনার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন প্রত্যক্ষদর্শীরা। পল্টু নন্দীর সঙ্গে তার স্ত্রী বিবাদ চলছে বর্তমানে। তাদের দাম্পত্য সমস্যা মেটাতে বাসুদেব বাবু মধ্যস্থ করছিলেন আর সেই আক্রোশে তার ওপর হামলা করে বলে অভিযোগ। বাসুদেব মন্ডল বলেন,” তোকে মেরেই ফেলবো বলে চিৎকার করে এসে আমাকে ছুরির কোপ মারে পল্টু। কাছাকাছি লোকজন থাকায় প্রাণে বেঁচে গিয়েছি”।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি কে খুনের চেষ্টার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে

আপডেট : ২৪ জুলাই ২০২১, শনিবার

কৌশিক সালুই,বীরভূম:– দাম্পত্য বিবাদ মেটাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি কে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার বীরভূমের রাজনগরে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আক্রান্ত তৃণমূল নেতা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি বাসুদেব মন্ডল কে এদিন খুনের চেষ্টা করে পল্টু নন্দী নামে এক ব্যক্তি বলে অভিযোগ। তিনি এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। বাসুদেব বাবুর  উপর এদিন সকালে পল্টু ছুরি নিয়ে চড়াও হয়। তার গলায় ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। ঘটনার সময় আশেপাশে প্রচুর লোকজন থাকায় বরাতজোরে আততায়ীর হাত থেকে প্রাণে বেঁচে যান তৃণমূলের শ্রমিক সংগঠনের ওই নেতা। তাকে প্রথমে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

 ঘটনার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন প্রত্যক্ষদর্শীরা। পল্টু নন্দীর সঙ্গে তার স্ত্রী বিবাদ চলছে বর্তমানে। তাদের দাম্পত্য সমস্যা মেটাতে বাসুদেব বাবু মধ্যস্থ করছিলেন আর সেই আক্রোশে তার ওপর হামলা করে বলে অভিযোগ। বাসুদেব মন্ডল বলেন,” তোকে মেরেই ফেলবো বলে চিৎকার করে এসে আমাকে ছুরির কোপ মারে পল্টু। কাছাকাছি লোকজন থাকায় প্রাণে বেঁচে গিয়েছি”।