জগন্নাথদেবের স্নানযাত্রার দিনেই খুলতে চলেছে দক্ষিণেশ্বর মন্দির
- আপডেট : ২৩ জুন ২০২১, বুধবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্য জুড়ে কঠোর বিধিনিষেধ ঘোষণা হওয়ার পর থেকে করোনার প্রকোপ অনেকাংশেই কমছে। পাশাপাশি রেস্টুরেন্টে, মল, বাজার ইত্যাদিও চলছে কোভিড নির্দেশিকা মেনে। কালীঘাটের পর এবার দক্ষিণেশ্বরের মায়ের মন্দির খুলতে চলেছে ।তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে ভক্তদের কোভিড সম্পর্কিত সমস্ত বিধিনিষেধ মানতে হবে। পরতে হবে মাস্ক। মানতে হবে দূরত্ববিধিও। বৃহস্পতিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা। ওইদিনই খুলবে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা।
করোনার দ্বিতীয় ঢেউ এর ফলে গত ১৫ মে থেকে ভক্তদের জন্য দক্ষিণেশ্বরে প্রবেশ এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আপাতত রাজ্য জুড়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত খুলবে মন্দির। তারপর আবার দুপুর তিনটের সময়ও ভক্তদের মন্দিরে ঢুকতে দেওয়া হবে। সন্ধ্যারতির পরই অবশ্য মন্দিরের মূল দরজা বন্ধ করে দেওয়া হবে। করোনার কথা মাথায় রেখে মূল মন্দিরে একসঙ্গে ২০ জনের বেশি কাউকে পুজো দিতে ঢুকতে দেওয়া হবে না। এছাড়াও থাকবে থার্মাল চেকিংয়ের বন্দোবস্ত।অযথা কোনো প্রকার ভীড় করা যাবে না।