পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে এবার রাজধানীর রাস্তায় প্রতিবাদে নামবে তৃণমূল
- আপডেট : ১৮ জুলাই ২০২১, রবিবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্কঃ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বার বার পথে নেমেছে তৃণমূল কংগ্রেস । সাইকেল নিয়ে এবার রাজধানীর পথে নামবে তৃণমূল । ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। ওই দিনই দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয় থেকে সাইকেল চালিয়ে সংসদ ভবন পৌঁছবেন সাংসদরা। রবিবার সাউথ অ্যাভিনিউয়েই তার মহড়া। সাইকেলেই সোজা পৌঁছবেন সংসদ ভবনে।লোকসভা আর রাজ্যসভার দুই কক্ষেই জ্বালানির দামবৃদ্ধি নিয়ে হবে তীব্র প্রতিবাদ।
সাইকেল চালিয়ে এমন প্রতিবাদ কর্মসূচি তৃণমূল ইতিমধ্যে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনেই নিয়েছে। এর আগে বাংলায় তৃণমূলের প্রতিনিধিদের সাইকেল চালিয়ে প্রতিবাদ করতে দেখা যায় ।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে শ্রমমন্ত্রী বেচারাম মান্না সিঙ্গুর থেকে বিধানসভা ভবন পর্যন্ত চার ঘণ্টার পথ সাইকেল চালিয়ে এসেছিলেন।
এছাড়াও গরুর গাড়ি চালিয়ে প্রতিবাদ করতে দেখা যায় মদন মিত্রকে । এবারে রাজধানীর রাস্তায় সেই প্রতিবাদের ঝড় তুলতে চাইছে তৃণমূল এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল ।