দিল্লিতেও পালিত হতে চলেছে তৃণমূলের “শহিদ দিবস”

- আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার
- / 4
পুবের কলম, ওয়েব ডেস্ক: দিল্লিতেও এবার পালিত হতে চলেছে তৃণমূলের ‘শহিদ দিবস’। ২১ জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ারই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর।
প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় বলেন, “করোনার কারণে এবার শহিদ দিবস ভারচুয়ালি পালন করা হচ্ছে। তাই দেশের যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের সদস্য-সমর্থক রয়েছেন, সেখানেই তৃণমূল নেত্রীর ভাষণ শোনা যাবে। দিল্লির তৃণমূলের দপ্তরেও একইভাবে পালিত হবে ২১ জুলাই। সেই সময় সংসদের বাদল অধিবেশন চলবে। ফলে লোকসভা ও রাজ্যসভার বেশ কয়েকজন তৃণমূল সাংসদ দিল্লিতেই থাকবেন। তাই দিল্লির তৃণমূল দপ্তরে একটি LED স্ক্রিন লাগানোর পরিকল্পনা রয়েছে। সাংসদরা যাতে শহিদ দিবসে শামিল হতে পারেন, সেই কারণেই এই পরিকল্পনা।”