১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিজেপিশাসিত রাজ্য ত্রিপুরায় গরু চোর সন্দেহে ৩ মুসলিম যুবককে পিটিয়ে খুন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ জুন ২০২১, সোমবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্ক:  বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশের  পর ফের ত্রিপুরায় পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। গ্রামে গরু চুরির গুজব রটতেই এই পিটিয়ে খুনের ঘটনা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় ৪৬ কিলোমিটার দূরে মহারাণীপুরের ঘটনা ঘটেছে।

রবিবার সকালে গবাদি পশু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় বিলাল মিয়াঁ (২৮), জায়েদ হোসেন (৩০) এবং সইফুল ইসলাম (১৮) নামে তিনজনের। নিহত তিনজনই সিপাইজালা জেলার সোনামুড়া এলাকার বাসিন্দা।

সম্প্রতি অসমেও গবাদি পশু অসমের পর এবার ত্রিপুরা।  এবার সেই একই নৃশংসতার ঘটনা ঘটল ত্রিপুরায়। প্রাথমিকভাবে অনুমান, সন্দেহের বশেই বিজেপি শাসিত ত্রিপুরার খোয়াই এলাকা এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল।  পুলিশ সুপার কিরণ কুমারের কথায়, ছোট একটি ট্রাকে করে গবাদি পশু নিয়ে যাচ্ছিল ওই তিনজন। সেই সময়ই তাঁদের গবাদি পশু চোর সন্দেহে স্থানীয় বাসিন্দারা তাড়া করে। আর মহারাণীপুর গ্রামের কাছেই ওই তিনজনকে ধরে মারধর শুরু করে।ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপর একজন পালিয়ে গেলেও তাঁকে ধরে ফেলে ফের মারধর করা হয়। তৃতীয় জনেরও ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়দের একাংশের দাবি, চম্পাহর থানার একটি গ্রাম থেকে বেশ কিছু গরু চুরির ঘটে। তার পর থেকে গরু চোরের ঘটনা নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এর পরেই ধারণা হয় গরু চোরের ঘটনার সঙ্গে এই তিনজন যুক্ত ছিল । তার পরেই এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ত্রিপুরা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপিশাসিত রাজ্য ত্রিপুরায় গরু চোর সন্দেহে ৩ মুসলিম যুবককে পিটিয়ে খুন

আপডেট : ২১ জুন ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশের  পর ফের ত্রিপুরায় পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। গ্রামে গরু চুরির গুজব রটতেই এই পিটিয়ে খুনের ঘটনা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় ৪৬ কিলোমিটার দূরে মহারাণীপুরের ঘটনা ঘটেছে।

রবিবার সকালে গবাদি পশু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় বিলাল মিয়াঁ (২৮), জায়েদ হোসেন (৩০) এবং সইফুল ইসলাম (১৮) নামে তিনজনের। নিহত তিনজনই সিপাইজালা জেলার সোনামুড়া এলাকার বাসিন্দা।

সম্প্রতি অসমেও গবাদি পশু অসমের পর এবার ত্রিপুরা।  এবার সেই একই নৃশংসতার ঘটনা ঘটল ত্রিপুরায়। প্রাথমিকভাবে অনুমান, সন্দেহের বশেই বিজেপি শাসিত ত্রিপুরার খোয়াই এলাকা এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল।  পুলিশ সুপার কিরণ কুমারের কথায়, ছোট একটি ট্রাকে করে গবাদি পশু নিয়ে যাচ্ছিল ওই তিনজন। সেই সময়ই তাঁদের গবাদি পশু চোর সন্দেহে স্থানীয় বাসিন্দারা তাড়া করে। আর মহারাণীপুর গ্রামের কাছেই ওই তিনজনকে ধরে মারধর শুরু করে।ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপর একজন পালিয়ে গেলেও তাঁকে ধরে ফেলে ফের মারধর করা হয়। তৃতীয় জনেরও ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়দের একাংশের দাবি, চম্পাহর থানার একটি গ্রাম থেকে বেশ কিছু গরু চুরির ঘটে। তার পর থেকে গরু চোরের ঘটনা নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এর পরেই ধারণা হয় গরু চোরের ঘটনার সঙ্গে এই তিনজন যুক্ত ছিল । তার পরেই এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ত্রিপুরা।